বার্কা-রিয়াল টক্করে জমে উঠেছে ‘লা লিগা’

বার্কা-রিয়াল টক্করে জমে উঠেছে ‘লা লিগা’

নিউজ ডেস্ক: জমে উঠেছে ‘লা লিগা’। একেবারে কাঁটো কা টক্কর চলছে বার্কা ও রিয়ালের মধ্যে। পয়েন্ট তালিকায় রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই দলের মধ্যে। দিন দুয়েক আগে তরুণ ফরাসি তারকা স্ট্রাইকার এমবাপের জোড়া গোলে ভিলারিয়ালের বিরুদ্ধে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ এবং এর জেরে চলে গিয়েছিল তারা শীর্ষস্থানে। কিন্তু তার পরের দিনই পাল্টে যায় চিত্র। অ্যাটলেটিকোর বিরুদ্ধে জোড়া গোল হজম করে শেষ মুহূর্তে গোলের বন্যা বইয়ে ম্যাচ নিজেদের নামে করে বার্সেলোনা। ফলাফল ৪-২। এর সুবাদে তারা আবার দখল করে শীর্ষস্থান। সবমিলিয়ে, এই দুই দল এখন হয়ে উঠেছে এক বড় আলোচনার বিষয় ফুটবলপ্রেমীদের মধ্যে।

শনিবার, ১৫ই মার্চ, ভিলারিয়ালের হোম গ্রাউন্ড এল মাদ্রিগালে তাদের বিরুদ্ধে খেলতে নামে রিয়াল মাদ্রিদ। কিন্তু হোম টিমের সমর্থকদের মুখের হাসি চোখের নিমেশে কান্নায় পরিণত করে দেন এমবাপে। ম্যাচের ৭ মিনিটের মাথায় ফয়থের গোলে ভিলারিয়াল এগিয়ে গেলেও সেই লিড তারা বেশিক্ষণ রাখতে পারিনি। ১৭ ও ২৩ মিনিটের মাথায় পরপর দুটি গোল করে রিয়ালের ব্যবধান বাড়িয়ে দেন তিনি। এরপর আপ্রাণ চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে সফল হয়নি ভিলারিয়াল। অবশেষে ম্যাচ শেষ হয় ২-১ গোলে। এরপরই ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে পৌঁছে যান কার্লো অ্যানসেলত্তির ছেলেরা।

কিন্তু শীর্ষস্থান পাকাপাকিভাবে ধরে রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ। রবিবার, ১৬ই মার্চ, তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় বার্সেলোনা। এক অসাধারণ ফুটবলের সাহায্যে তারা ম্যাচ নিজেদের পকেটে তোলে ৪-২ গোলে। বলতে গেলে, একেবারে পরাজয়ের দোরগোড়া থেকে জয় ছিনিয়ে আনেন হ্যান্সি ফ্লিকের ছেলেরা। জোড়া গোল খেয়ে ৭১ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল তারা। কিন্তু তারপরেই ঘটে অঘটন। গোলের পর গোল করতে থাকে রিয়াল। ৭২ মিনিটের দলের হয়ে খাতা খোলেন লিওন্ডস্কি। ইকুইলাইজার আসে ঠিক তার ৬ মিনিট পর। ৭৮ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরান টরেস। এরপরই অ্যাটলেটিকোর মন ভাঙ্গে অতিরিক্ত সময়ে। অন্তিম লগ্নে আসে পরপর দুটি গোল। তৃতীয়টি করেন ইয়ামাল এবং চতুর্থটি টরেস। এই ম্যাচে মোট দুটি গোল করেন টরেস।

পয়েন্ট তালিকায় এমন পরিবর্তন প্রকাশ্যে আসতেই ফেটে পড়ে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলি। ফুটবলপ্রেমীরা এই সংক্রান্ত একাধিক পোস্ট করেন এবং তারপরই দেখা যায় কমেন্ট বক্সে যুদ্ধ। কেউ বার্কার পক্ষ নেয়, তো কেউ রিয়ালের। সবমিলিয়ে, লা লিগায় মেতে উঠেছে গোটা ফুটবল জগত। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কে দখল করে শীর্ষস্থান। আগামী ম্যাচগুলিতে কি হয়? তা বলবে সময়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *