দেবজিৎ মুখার্জি, কলকাতা: ২২শে মার্চ গোটা ক্রিকেট জগতের নজর জমে যাবে টেলিভিশনের পর্দায়। কারণ শুরু হবে সমস্ত ক্রিকেটপ্রেমীর প্রিয় আইপিএল। ইতিমধ্যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি নিজেদের দল গঠন করে নিয়েছে। প্রতিটি দলেই রয়েছে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মিশ্রণ। বলা যায়, ফরম্যাটের চাহিদা অনুযায়ী খেলোয়ার বেছে নেওয়া হয়েছে। সবমিলিয়ে, টুর্নামেন্টকে কেন্দ্র করে সকলের আগ্রহ ছুঁয়েছে আকাশ।
প্রথম ম্যাচে গতবারের জয়ী দল কলকাতা নাইট রাইডার্স নিজেদের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তবে এই বড় এনকাউন্টারের আগে বিরাট ধাক্কা খেলো নাইট শিবির। কি এমন ঘটলো? চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন স্পিডস্টার উমরান মালিক। অনেকে তাঁকে শোয়েব আক্তারের সঙ্গে তুলনাও করতেন। তাঁর পরিবর্তে জায়গা পেয়েছেন চেতান সাকারিয়া।
যদিও ঠিক কি কারনে চোট পেয়েছেন উমরান, তা এখনো প্রকাশ্যে আসেনি। অন্যদিকে, নাইটদের সঙ্গে থাকা চেতান একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি আইপিএল ২০২৪এ। তাই বাধ্য হয়ে তাঁকে ছেড়ে দেয় কেকেআর। সেক্ষেত্রে এই মুহূর্তে সাকারিয়ার কাছে একটি সুবর্ণ সুযোগ রয়েছে নিজেকে প্রমাণ করে দেখানোর এবং রাহানের দলে নিজের জায়গা পাকা করার।
তবে চোটে কাবু হওয়া উমরান মালিককে নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন প্রোটিয়া তারকা ডেল স্টেইন। কি বলেছেন তিনি? ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তারকা পেসার একটি মুহূর্তের কথা তুলে ধরেন। তিনি মজার ছলে বলেন, “একটা মজার গল্প বলি। একবার অনুশীলনের সময় আমি ওকে পরামর্শ দিয়েছিলাম স্লোয়ার বল করতে। তা শুনে আমাকে বললো যে ও সেটা করবে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আমাদের ম্যাচ ছিল। আমি ডাগআউটে মুরলিধরনের পাশে বসে। তখন আমি ওনাকে বলছিলাম যে এবার উমরান স্লোয়ার বল করবে। কিন্তু তা না করে ও একটা জোরদার ইয়র্কার দিল এবং তাতে উইকেট পুরো ছিটকে গেল।”
স্টেইন আরো বলেন, “ওটার পর ক্যামেরা আমাদের দিকেই তাকাচ্ছিল। যেন মনে হচ্ছিল যে আমরাই ওকে সেই পরামর্শ দিয়েছি। কিন্তু মাঠে একেক সময় ক্রিকেটাররাই আসল কাজ করে দেখায়। ইয়র্কার আর তাও আবার ১৫৫ কিলোমিটারের গতিতে, সাধারণ ব্যাপার নয়। এমন পরামর্শ দিয়ে ক্রিকেটারদের সর্বদাই সাহায্য করা দরকার, যাতে তারা বুঝতে পারে যে বাকিরা কোন পথে হাঁটছে। উমরানেরও সেটাই করা উচিত। যদিও সেই সময় ও আমাকে ভুল প্রমাণ করেছিল এবং বলেছিল যে এটা ওর স্ট্রেন্থ এবং সেই কারণে ও জোরেই বোলিং করবে।”