দেবজিৎ মুখার্জি, কলকাতা: এই মুহূর্তে ৮ থেকে ৮০ সকলের মুখে একটাই আলোচনা আর সেটা হল আইপিএল। ভারতীয় ক্রিকেটের এই জনপ্রিয় টুর্নামেন্টের দামামা বাজতেই ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা এক অন্য মাত্রায় পৌছে গেছিল। দিন যতো কাছে আসছে, ততই বেড়ে চলেছে ক্রিক ম্যানিয়েকদের ফিভার। বলতে গেলে, আইপিএলের জনপ্রিয়তা এতটাই যে এই মুহূর্তে শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বই অপেক্ষা করছে ২২শে মার্চের।
অন্যদিকে, প্রতিটি দলের ক্রিকেটারদের মনের মধ্যেও এক আলাদা উত্তেজনা কাজ করছে আইপিএলকে কেন্দ্র করে। প্রথমত, দলের জয় তো রয়েছেই এবং দ্বিতীয়ত ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ভালো পারফরমেন্সের মাধ্যমে জাতীয় দলে জায়গা বানানো। এছাড়াও রয়েছে আগামী বছর ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্রতম ফরম্যাটের মহাযুদ্ধ। অর্থাৎ টি২০ বিশ্বকাপ। সুতরাং সব মিলিয়ে, ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে ক্রিকেট তারকা সকলেই দিন গুনছে মেগা ব্যাটেলের।
প্রত্যেক বছরেই আইপিএলের ম্যাচ শুরুর আগে সকলের জন্য থাকে চমক। এবারও তার ব্যতিক্রম হবেনা বলে আশ্বাস দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকল দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করছে বোর্ড। প্রথম ম্যাচটি খেলা হবে ইডেন গার্ডেন্সে। সেখানে গতবারের জয়ী দল কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে তারকা সমৃদ্ধ রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এমনিতেই এই ম্যাচকে কেন্দ্র করে হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে, তার উপর ম্যাচের আগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার বিষয়টি আরো আগ্রহ বাড়িয়ে দিয়েছে সকলের।
কি ব্যবস্থা করা হচ্ছে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য? প্রতিবারের মতো এবারও মঞ্চ মাতাবেন বলিউড তারকারা। শোনা যাচ্ছে দর্শক ভরা স্টেডিয়ামে পারফর্ম করবেন বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুরদের মতো সেলেবরা। তবে এখানেই শেষ নয়, থাকবে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের সুরেলা সঙ্গীত। যদিও এটি প্রথমবার নয়, এর আগেও আইপিএলের অনুষ্ঠানে পারফর্ম করেছেন অরিজিৎ। এছাড়া যেহেতু কেকেআরের ম্যাচ, তাই বলিউডের বাদশাও, অর্থাৎ শাহরুখ খান, উপস্থিত থাকবেন। সুতরাং এটা বেশ ভালো করেই বোঝা যাচ্ছে যে দর্শকদের বিনোদনে কোন খামতি থাকবেনা বোর্ডের তরফ থেকে।
তবে এই নির্দিষ্ট বিষয়ে বোর্ডের আরো বড় পরিকল্পনা রয়েছে বলে খবর। এখনো পর্যন্ত অন্তিম সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে যে বরুন, শ্রদ্ধা, অরিজিৎ ছাড়াও অন্য অনেক তারকা পারফর্ম করবেন মঞ্চে। যদিও কারা, সেটা শীঘ্রই প্রকাশ্যে আসবে। সিএবি সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ও সমগ্র কলকাতাবাসীকে একটি দুর্দান্ত উদ্বোধনী অনুষ্ঠানের আশ্বাস দিয়েছেন। শোনা যাচ্ছে যে অনুষ্ঠানটি হবে আধ ঘন্টার আর তারপরেই গড়াবে বল। এবার দেখার বিষয় যে ২২ তারিখ কি অপেক্ষা করছে দর্শক সহ ক্রিকেটপ্রেমীদের। কাদের দেখা যাবে সেদিন দর্শকদের সামনে পারফর্ম করতে, তা বলবে সময়।