দেবজিৎ মুখার্জি, কলকাতা: আর ২৪ ঘন্টা পরই আইপিএল ২০২৫এর প্রথম ম্যাচ। নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে গত মরশুমের জয়ী দল কলকাতা নাইট রাইডার্স। তার আগে এক সাক্ষাৎকারে বড় রহস্য ফাঁস করলেন নাইট তারকা, তথা ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার, বরুণ চক্রবর্তী। তিনি জানালেন ঠিক কোন মন্ত্রে তিনি বরাবর সাফল্য পান আরসিবির বিরুদ্ধে।
বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের স্পিন বিভাগে একটি বড় অস্ত্র হয়ে উঠেছেন নাইট তারকা বরুণ চক্রবর্তী। বল হাতে তিনি ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও সফল হয়েছেন দাগ কাটতে। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন ট্রফিতে টিম ইন্ডিয়া যেই জয় পেয়েছে, তাতে বরুনের অবদান ছিল চরম। বলা যায়, তাঁর স্পিন ম্যাজিকের জেরেই বিপক্ষ দলগুলি স্কোরবোর্ডে বড় রান তুলতে সফল হয়নি।
এবারও নাইট শিবির, বিপক্ষদের পরাস্ত করার কথা মাথায় রেখে, বরুণকে জায়গা দিয়েছে নিজেদের দলে। টিম ম্যানেজমেন্টের মতে তাঁর ঘূর্ণিতে বিপক্ষ দলগুলি সহজে রান করতে পারবেনা। এছাড়া বরাবরই বল হাতে তিনি হাবুডুবু খাইয়েছেন আরসিবির ব্যাটারদের। সবমিলিয়ে, বরুন এখন হয়ে উঠেছেন কেকেআরের হাতিয়ার। তবে ম্যাচের আগে তিনি জানালেন ঠিক কোন মন্ত্রে তিনি সাফল্য পান বিরাট কোহলির দলের বিরুদ্ধে।
বরুন বলেন, “উইকেট তুলতে সাহায্য করে ম্যাচের পরিস্থিতি। আমরা ম্যাচগুলিকে এমন জায়গায় নিয়ে যেতে পেরেছিলাম আরসিবির বিরুদ্ধে, যা আমার সেরাটা বার করে আনতে সাহায্য করেছে। এছাড়া পিচ থেকেও আমরা সাহায্য পেয়েছিলাম।” এরপরই ট্রফি জেতা প্রসঙ্গে নিজের অবস্থান জানান বরুণ। তিনি বলেন, “যদি প্রত্যেক ম্যাচে আমাদের প্লেইং ইলেভেন ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারে, তাহলে দল নিজে থেকেই বাকি মরশুমে ধারাবাহিকতাটা রাখতে পারবে।”
অবশেষে বরুনকে প্রশ্ন করা হয় গতবারের তুলনায় এবারে দলে বদল নিয়ে। পাশাপাশি, প্রশ্ন রাখা হয় তাঁর কেরিয়ারে পরিবর্তন নিয়ে। সেই প্রসঙ্গে তিনি বলেন, “ধারাবাহিকতাটা রাখাই হচ্ছে আসল ব্যাপার। সবচেয়ে কঠিন কাজ ওটাই। এছাড়া আরো নতুন কিছু জিনিস চেষ্টা করছি আমি।” এবার দেখার বিষয় যে এবারের মরশুমের প্রথম ম্যাচেই খাতা খুলতে সফল হয় কিনা কেকেআর। পাশাপাশি এটাও দেখার বিষয় যে প্রথম ম্যাচে কি কামাল দেখান বরুণ। কি লেখা রয়েছে শেষ পর্যন্ত? তা বলবে সময়।