অবশেষে পাকিস্তানের ঝুলিতে জয়! রেকর্ড নওয়াজের

অবশেষে পাকিস্তানের ঝুলিতে জয়! রেকর্ড নওয়াজের

নিউজ ডেস্ক: লাগাতার ব্যর্থতা কাটিয়ে অবশেষে জয়ের স্বাদ পেল পাকিস্তান ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের তৃতীয় ম্যাচে জয় পেল তারা। শুধু জয় নয়, একেবারে বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। ১০ উইকেটে ম্যাচ নিজেদের নামে তুলেছেন সালমান আঘার বাহিনী। পাহাড়ের সমান রান দাপটের সঙ্গে এবং ঝড়ের গতিতে তাড়া করেছে দলের ব্যাটাররা। বলা যায়, এদিন কিউই বোলারদের রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে তারা।

তবে এদিনের ম্যাচে বড় কীর্তি করে দেখিয়েছেন পাকিস্তানের এক তরুণ তারকা। তিনি ২২ বছর বয়সী হাসান নওয়াজ। কি করে দেখিয়েছেন এই উঠতি ক্রিকেটার? আজকের ম্যাচে তিনি হাকিয়েছেন শতরান। তাও আবার ৪৪ বলে এবং এর সঙ্গে গড়েন একটি রেকর্ড। নিউজিল্যান্ডের মাটিতে তিনি প্রথম পাকিস্তানি ক্রিকেটার যিনি সেঞ্চুরি করেছেন। এখানেই শেষ নয়, তিনি ভেঙেছেন বাবর আজমের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ম্যাচের শেষে তিনি অপরাজিত ছিলেন ১০৫ রানে ৪৫ বল খেলে। তিনিই হন ম্যাচের সেরা।

তাঁর এই অসাধারণ ইনিংসে খুশি হয়েছেন পাকিস্তানের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে তাঁর দলের সতীর্থ সকলেই। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি নিজের অবস্থান জানান এবং খুশি প্রকাশ করেন। নওয়াজ বলেন, “প্রথম দুটি ম্যাচে আমি যেভাবে আউট হয়েছিলাম, তাতে আমি ভেঙে গিয়েছিলাম। কিন্তু আমার দলের অধিনায়ক এবং শাদাব খান আমার মনে সাহস যোগায় এবং আমাকে আমার ন্যাচারাল গেম খেলতে বলে।” এরপর তিনি জানান কি চলছিল তাঁর মাথায় ব্যাটিং করতে নেমে। নওয়াজ বলেন, “প্রথম যেই জিনিসটা আমার মাথায় চলছিল, সেটা হলো সিঙ্গেল নেওয়া। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম রানটা পাওয়ার পর আমি একটু রিল্যাক্সড হই।”

উল্লেখ্য, এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার এক বল আগে ২০৪ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ রান করেন চ্যাপম্যান। তাঁর মোট সংগ্রহ ৯৪। এছাড়া অধিনায়ক ব্রেসওয়েল করেন ৩১। পাকিস্তানি বোলারদের মধ্যে তিনটি উইকেট পান হ্যারিস রাউফ। এছাড়া দুটি করে উইকেট তোলেন শাহিন শাহ আফ্রিদি, আব্রার আহমেদ ও আব্বাস আফ্রিদি এবং একটি উইকেট নিজের ঝুলিতে তোলেন শাদাব খান। জবাবে রান তাড়া করতে নেমে ১৬ ওভারে এক উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। ১০৫ রানে অপরাজিত থাকেন হাসান নওয়াজ এবং ৫১ রানে অধিনায়ক সালমান আঘা।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *