মারাদোনার মৃত্যু: চাঞ্চল্যকর অভিযোগ ফারিয়াসের

মারাদোনার মৃত্যু: চাঞ্চল্যকর অভিযোগ ফারিয়াসের

নিউজ ডেস্ক: বিশ্ব ফুটবলে এখনো একটি বড় নাম আর্জেন্টিনার প্রাক্তন তারকা ফুটবলার দিয়েগো মারাদোনা। গোটা বিশ্বে তাঁর ভক্তের সংখ্যা প্রচুর। ফুটবল নিয়ে আলোচনা হলে, ৮ থেকে ৮০ সকলেই, একবার না একবার ওনার প্রসঙ্গ টেনেই আনেন। প্রায় বছর পাঁচেক আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঠিকই, তবে আজও তিনি বেঁচে আছেন প্রতিটি আর্জেন্টাইন ফুটবলপ্রেমীদের থেকে শুরু করে সকল মানুষের মনে। বলা যায়, এখনো তিনি করছেন রাজ।

২০২০ সালে তাঁর মৃত্যু হলেও দীর্ঘদিন পর তা নিয়ে উঠে আসে বিস্ফোরক তথ্য। এবার এই মামলার শুনানিতে এক বড়সড় অভিযোগ তোলেন পুলিশ কর্তা লুকাস ফারিয়াস। কি বক্তব্য তাঁর? তিনি জানান যে মারাদোনা যেই বাড়িতে ছিলেন অস্ত্রপচারের পর, সেখানে নাকি কোন চিকিৎসার সরঞ্জাম ছিলোইনা। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় গোটা আর্জেন্টিনায়। বলতে গেলে, এটি চোখের নিমেষে একটি আলোচনার বিষয় হয়ে ওঠে।

ঘটনার সূত্রপাত সেই বছরের ২৫ নভেম্বর। হৃদরোগে আক্রান্ত হয় মৃত্যু হয় মারাদোনার। রীতিমতো শোকের ছায়া নেমে আসে আর্জেন্টিনা সহ গোটা ফুটবল মহলে। কিন্তু তাঁর মৃত্যুকে ঘিরে বিস্ফোরক অভিযোগ তোলেন তাঁর পরিবার। চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠানো হয় তাঁর ব্যক্তিগত চিকিৎসক, আরো একজন চিকিৎসক সহ দুই নার্সের বিরুদ্ধে। সবমিলিয়ে মোট ৭জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। জল গড়ায় বুয়েনস আইরেসের সান ইসিদরো আদালত পর্যন্ত।

তবে এই ব্যাপারে বিস্ফোরক কথা জানিয়েছেন পুলিশ কর্তা লুকাস ফারিয়াস। কি জানিয়েছেন তিনি? মারাদোনা মারা যাওয়ার পর সেখানে প্রথমে যেকজন উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে একজন লুকাস। সাক্ষ্য দেওয়ার সময়ে তিনি জানিয়েছেন, “মারাদোনার যেই বাড়িতে চিকিৎসা হচ্ছিল, সেখানে কোন সরঞ্জাম দেখিনি চিকিৎসার। মনে হচ্ছিল বিস্ফোরণ হবে তাঁর মুখ ও তলপেট দেখে। আমি বিস্মিত হয়েছিলাম সেটা দেখে।” ঘটনাটি জানাজানি হতেই জন্ম নিয়েছে একাধিক প্রশ্ন। বলা যায়, রীতিমতো সাসপেন্স তৈরি হয়েছে গোটা আর্জেন্টিনায়।

উল্লেখ্য, ১৯৬০ সালের ৩০শে অক্টোবর আর্জেন্টিনার লানুসে জন্ম হয় মারাদোনার। ১৯৭৭ সালে তাঁর অভিষেক ঘটে আন্তর্জাতিক ফুটবলে। তাঁর উপর ভর করে একাধিক ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। বলা যায়, আর্জেন্টাইন ফুটবলের স্তম্ভ ছিলেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে অজস্র পুরস্কার। এমনকি ব্যালন ডি’অর পর্যন্ত জিতেছেন তিনি। ৬০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৫শে নভেম্বর ২০২০তে মৃত্যু হয় তাঁর। তবে তা ঘিরে তৈরি হয়েছে বড় রহস্য।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *