কেন বিরাটদের এগিয়ে রাখছেন সৌরভ?

কেন বিরাটদের এগিয়ে রাখছেন সৌরভ?

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা! তারপরই ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে শুরু হবে আইপিএল ২০২৫এর প্রথম ম্যাচ, তথা নাইট ও আরসিবির যুদ্ধ। ক্রিকেটপ্রেমীরা মরিয়া এই ম্যাচের জন্য বিশেষ করে বাংলারগুলি, যেহেতু গতবছর কেকেআর নিজেদের ঝুলিতে ট্রফি তুলতে সফল হয়েছে বলে। যদিও ভয় রয়েছে বৃষ্টিকে নিয়ে। অনেকে মনে করছেন যে ঝমঝমিয়ে বৃষ্টি নামলে ভেস্তে যেতে পারে পুরো ম্যাচ। আবার অনেকে মনে করছেন যে সেক্ষেত্রে ওভার কমিয়ে খেলানোর চেষ্টা করা হতে পারে। সুতরাং আগ্রহ একেবারে অন্য পর্যায়ে পৌঁছে গেছে বিরাট-রাহানাদের লড়াই ঘিরে।

তবে এরই মাঝে ম্যাচ নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন নাইট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানালেন দুই দলের মধ্যে এগিয়ে কে। এখানেই শেষ নয়, মহারাজ বাকি দলগুলি প্রসঙ্গেও নিজের অবস্থান জানান। প্রাক্তন বিসিসিআই সভাপতির মতে আজকের ম্যাচে এগিয়ে থাকবেন বিরাটরাই। কারণ হিসেবে তিনি তুলে ধরেন সল্ট, স্টার্ক ও শ্রেয়াসের অনুপস্থিতি। যদিও তিনি আশাবাদী যে বেশ ভালোই ম্যাচ হবে।

মহাযুদ্ধের আগের দিন ইডেনে ছিলেন মহারাজ। সেখানে তিনি ম্যাচ সহ আইপিএল সংক্রান্ত যাবতীয় প্রসঙ্গে নিজের অবস্থান জানান। সৌরভ বলেন, “ম্যাচ ভালো হবে সেটা আশা করছি। তবে কিছুটা হলেও দুর্বল এবার কেকেআরের দল। গতবার সল্ট ছিল, স্টার্ক ছিল। কিন্তু এই বছর তারা নেই। শ্রেয়াসও নেই। নর্কিয়া এলেও দলের পেস বোলিং বিভাগ বেশ অনভিজ্ঞ। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের চেনা রূপটি দেখিয়েছে বিরাট কোহলি। আশা করছি সেই একই ফর্ম আইপিএলেও থাকবে।”

এরপরই দিল্লি ক্যাপিটালস নিয়ে নিজের বক্তব্য রাখেন সৌরভ। তিনি বলেন, “খুব ভালো এবারের দিল্লির টিম। বেশ কয়েকজন ভালো ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে। দলে কেএল রাহুল এসেছে। আশা করছি ওদের পারফরম্যান্স ভালো হবে।” অক্ষর প্যাটেলকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “ও বেশ কয়েক বছর ধরে দিল্লির হয়ে খেলছে এবং পারফরমেন্সেও ধারাবাহিকতা বজায় রেখেছে। খুব ভালো খেলেছে ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দায়িত্ব কাউকে না কাউকে নিতেই হবে। আজ নয় কাল সবাইকেই শুরু করতে হবে। ভালো নেতৃত্ব দেবে অক্ষর।” এবার দেখার বিষয় যে সৌরভ যা বলেছেন, আজকের ম্যাচে ঠিক সেটাই হয় কিনা। কি হবে শেষ পর্যন্ত? তা জানা যাবে আর কিছুক্ষণ পর।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *