দেবজিৎ মুখার্জি: দেখতে দেখতে শুরু হয়ে গেছে আইপিএল ২০২৫। ইডেন গার্ডেন্সে মরশুমের প্রথম ম্যাচে গতবারের জয়ী দল কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ম্যাচটি সহজেই নিজেদের ঝুলিতে তুলে নিতে সফল হয়েছেন বিরাট কোহলিরা। ৭ উইকেটে জয় পায় তারা। জয়ের নায়ক ক্রুনাল পান্ডিয়া। বল হাতে তিনি একাই তোলেন তিনটি উইকেট এবং কোমর ভেঙে দেন নাইটদের মাঝের ওভারগুলিতে। এছাড়া ব্যাট হাতেও বিধ্বংসী ব্যাটিং তুলে ধরেছেন বিরাট কোহলি ও ইংল্যান্ডের তরুণ তারকা ফিল সল্ট। সবমিলিয়ে, বেশ ভালোভাবেই শুরু হয়েছে চলতি মরশুম।
তবে আজ রয়েছে সেরাদের লড়াই। চেন্নাইয়ের এমএ চিহ্নস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার দল। অর্থাৎ হাই-ভোল্টেজ ম্যাচে নামবে চেন্নাই সুপার কিংস (সিএসকে) ও মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)। এই ম্যাচ বরাবরই হাড্ডাহাড্ডি হয়। তাই দুই দলের সমর্থক সহ দেশের সকল ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা একেবারে আকাশ ছুঁয়েছে ম্যাচকে ঘিরে। কেউ মনে করছেন চেন্নাই জিতবে। আবার অনেকের মতে রোহিতরা বাজিমাত করবেন। সবমিলিয়ে, খেলা শুরুর আগেই ম্যাচটি নিয়ে এখন আলোচনা করছেন সকলেই।
সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে, এক কথায় বলতে গেলে, ম্যাচটি এখন ট্রেণ্ডিং বিষয় হয়ে উঠেছে। রবিবাসরীয় সন্ধ্যায় খেলা হবে দুই সেরার মধ্যে। তাই ৮ থেকে ৮০, সকলেই মুখিয়ে রয়েছে এই মহাযুদ্ধের দিকে। প্রাক্তন ক্রিকেটারদেরও এই ম্যাচকে নিয়ে আগ্রহ অন্য পর্যায়ের। সংক্ষেপে বলতে গেলে, এখন সকলেই সন্ধে ৭:৩০টার অপেক্ষায় রয়েছেন। সমস্ত ক্রিকেটপ্রেমী উপভোগ করতে চান এই ম্যাচের আনন্দ ও থ্রিল।
তবে পরিসংখ্যান বলছে যে দুই দলের মধ্যে কাঁটায়-কাঁটায় টক্কর হয়েছে। কিন্তু বেশিরভাগ ম্যাচেই জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ফাইনালগুলিতে আবার আপার-হ্যান্ড রয়েছে চেন্নাইয়ের। যদিও মুম্বাইও তাদের ফাইনালে হারিয়েছে অনেকবার। এক কথায় বলতে গেলে ম্যাচ একেবারেই সহজ হবেনা দুই দলের জন্য। কেউ যে কাউকে এক ইঞ্চি জমি ছাড়বেনা, তা বেশ স্পষ্ট। দুই অধিনায়কেরই লক্ষ্য থাকবে আজকের ম্যাচে খাতা খোলার।
একনজরে চেন্নাই সুপার কিংস দল: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠী, শেক রশিদ, অন্দ্রে সিদ্ধার্থ, মহেন্দ্র সিং ধোনি, বংশ বেদী, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, স্যাম কারান, বিজয় শঙ্কর, শিবম দুবে, রাচিন রবীন্দ্র, দীপক হুডা, রামকৃষ্ণ ঘোষ, অংশুল কাম্বোজ, নূর আহমেদ, খলিল আহমেদ, গুরজপনীত সিং, ন্যাথন এলিস, শ্রেয়স গোপাল, মুকেশ চৌধরী, মাথিসা পথিরানা, জেমি ওভার্টন, কমলেশ নাগারকোটি
একনজরে মুম্বাই ইন্ডিয়ান্স দল: রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, রবিন মিঞ্জ, রায়ান রিকেলটন, শ্রীজিৎ কৃষ্ণন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বেভন জন জেকবস, করবিন বশ, মিচেল স্যান্টনার, নমন ধীর, রাজ বাওয়া, উইল জ্যাকস, অর্জুন তেন্ডুলকর, অশ্বনী কুমার, দীপক চাহার, জসপ্রীত বুমরাহ, করণ শর্মা, রিস টপলি, ট্রেন্ট বোল্ট, বেঙ্কট সত্যনারায়ণ, বিগনেশ পুথুর, মুজিব উর রহমান।