দেবজিৎ মুখার্জি, কলকাতা: অনুষ্ঠান থেকে বড়সড় শপথ! কে তা দিল? এই শপথ এলো বাংলার অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল এফসির থেকে। ক্লাবের সভাপতি মুরারি লাল লোহিয়া এক বড় মন্তব্য করে বসেন। তাঁর দাবি এক বছরের মধ্যে ক্লাব ঠিক ঘুরে দাঁড়াবে এবং আইএসএল নিজেদের ঝুলিতে তুলবে। এখানেই শেষ নয়, তিনি আরো দাবি করেন যে তিনি একজন অফিসিয়ালের থেকেও বেশি একজন সমর্থক এবং দলের এই ব্যর্থতায় তিনি কষ্ট পাচ্ছেন।
চলতি আইএসএলে একেবারেই ভালো পারফর্ম করতে পারেনি ইস্টবেঙ্গল। প্রথম থেকে পরপর ম্যাচ হেরে পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা কঠিন করে নিয়েছিল তারা। পরেরদিকে লাগাতার কয়েকটি ম্যাচ জেতা সত্ত্বেও, সেই আঘাতে মলম লাগাতে পারেনি। স্বাভাবিকভাবেই ক্লাবের এমন দুর্দশায় চরম হতাশ হয়েছেন সমর্থকেরা। পাশাপাশি, কর্তাদেরও মন বেশ খারাপ। সবমিলিয়ে, লাল-হলুদ দলের এমন শোচনীয় অবস্থা মেনে নিতে পারছেন না অনেকেই।
তবে এবার ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা করলেন ক্লাবের সভাপতি মুরারি লাল লোহিয়া। ব্যাপারটি কি? পল্টু দাসের ২৪তম প্রয়াণ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল ক্লাবের তরফ থেকে। সেখানে উপস্থিত ছিলেন ফুটবল-জগতের সঙ্গে জড়িত বহু প্রভাবশালী ব্যক্তিরা। সেখানে নিজের বক্তৃতা রাখার সময় এই প্রতিজ্ঞা করেন তিনি। লোহিয়ার বক্তব্য, “আমরা মশাল নিয়ে এগিয়ে চলেছি, যতই ঝড়, বৃষ্টি আসুক না কেন তা নিভবেনা। মশাল ডুববেনা। নৌকা ডুবতে পারে। এটা আমার বিশ্বাস যে পরবর্তী আইএসএল আমরাই তুলবো। আমরা ট্রফি জিততে পারবোনা, এটা হতে পারেনা।”
যদিও নিজের বক্তৃতায় দুঃখও প্রকাশ করেন লোহিয়া। তিনি বলেন, “আমাদের সকলকে, মানে কোচ, ইনভেস্টার, ফুটবলার, প্রাক্তন ফুটবলার, সবার একসাথে চেষ্টা করা উচিত কিভাবে আইএসএলে ভালো ফল করা যায়, সেটার উপর নজর দেওয়া। আমি একজন অফিসিয়াল হতে পারি। তবে তার আগে আমি একজন সমর্থক এবং একজন সমর্থক হিসাবে ক্লাবের এই অবস্থা দেখে বেশ কষ্ট পাচ্ছি। ক্রিকেট, হকি, মোটামুটি সবেতেই আমরা ভালো পারফর্ম করছি। কিন্তু কেন ফুটবলে করতে পারছিনা, সেটা বুঝে উঠতে পারছিনা।” এবার দেখার বিষয় যে দেওয়া কথা পূরণ করতে পারে কিনা ইস্টবেঙ্গল। পরবর্তী আইএসএল তারা কি পারবে নিজেদের ক্লাবে আনতে? কি হবে এর পরিণাম? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে পরবর্তী মরশুমে।