দেবজিৎ মুখার্জি, কলকাতা: চলতি আইপিএলের শুরুটা একেবারেই ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের। প্রথম ম্যাচেই খেলো তারা ধাক্কা। পরাজয় দিয়ে শুরু হয় তাদের আইপিএলে অভিযান। এখানেই শেষ নয়, এই হার একেবারে বড় মার্জিনের হার আর তাও আবার নিজেদের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেনসে। স্বাভাবিকভাবেই, এই পরাজয়তে মন ভেঙেছে বাংলার ক্রিকেটপ্রেমীদের। যদিও ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে আশাবাদী দলের সকল ক্রিকেটাররা। সমস্ত ক্রিকেটারই এখন থেকে জোরদার প্রস্তুতি চালাচ্ছে রাজস্থান ম্যাচে জয়ের জন্য।
তবে এই মেগা এনকাউন্টারের আগে সমর্থকদের মন ছুয়ে নেওয়ার মতো কথা বললেন তরুণ নাইট তারকা রামানদ্বীপ সিং। তিনি বুঝিয়ে দিলেন তিনি নিজের দলকে ঠিক কতটা ভালোবাসেন। তরুণ নাইট তারকা জানান যে তার কাছে বেশি টাকার প্রস্তাব আসা সত্ত্বেও তিনি কেকেআর ছাড়েননি। এখানেই শেষ নয়, তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে দলটাকে কতটা সাপোর্ট দিয়েছে। তাঁর বক্তব্য, দল যেভাবে তাঁর পাশে দাঁড়িয়েছে, তাতে তাদের ছেড়ে যাওয়া উচিত নয়।
কি বললেন রামানদ্বীপ সিং? নাইট তারকা বলেন, “বহু ফ্র্যাঞ্চাইজির থেকে আমি দশ কোটি টাকার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমি এগুলো নিয়ে মাথা ঘামাইনি। যারা আমার পাশে এতটা থেকেছে, টাকার জন্য তাদের ছেড়ে যাওয়া একেবারেই ঠিক নয়। কেউ যদি টাকার জন্য ছেড়ে চলে যায়, তাহলে সেটা ভালো দেখায়না। আইপিএলের মতো মঞ্চে সুযোগ পাওয়াটা অতো সহজ নয়। সবার আগে যাদের হয়ে খেলি, তাদের প্রতি সৎ থাকা উচিত। কলকাতা নাইট রাইডার্সে শুধু টাকার জন্য খেলিনা। ওটা বড় ব্যাপার নয়। এটা গুরুত্বপূর্ণ কিছু ক্রিকেটারের কাছে। আমার লক্ষ্য দেশের হয়ে খেলে বিশ্বকাপ জেতা।”
উল্লেখ্য, আইপিএল ২০২৫এর উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে পরাজিত করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রান করেন অজিঙ্কা রাহানের বাহিনী। জবাবে রান তাড়া করতে নেমে তিন উইকেট হারিয়ে প্রায় চার ওভার বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে নেন বিরাট কোহলিরা। ম্যাচের সেরা ঘোষণা করা হয় ক্রুনাল পান্ডিয়াকে। এবার দেখার বিষয় যে ঘুরে দাঁড়ানোর জন্য পরবর্তী ম্যাচে কোন স্ট্রাটেজিতে নামে কেকেআর। তারা কি পারবে খাতা খুলতে রাজস্থানের বিরুদ্ধে? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর মাত্র কটাদিন পর।