নিউজ ডেস্ক: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অব্যাহত আর্জেন্টিনার দাপট। নিজেদের ঘরের মাঠে সমর্থকদের দুর্দান্ত ফুটবল উপহার দিলেন দলের ফুটবলাররা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে জয় পেল তারা। শুধু জয় নয়, রীতিমতো বড় ব্যবধানে জয় পেলেন স্ক্যালোনির ছেলেরা। ম্যাচের ফলাফল ৪-১। এক কথায় বলতে গেলে, একেবারে গুঁড়িয়ে দেয় ব্রাজিলের রক্ষণভাগকে। গোটা ম্যাচজুড়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্রাজিলকে নাস্তানাবুদ খাওয়ায় হোম টিমের ফুটবলাররা। সবমিলিয়ে, এই জয় পরের বছর বিশ্বকাপের আগে যেমন স্বস্তি দেবে আর্জেন্টিনাকে, তেমন চিন্তায় রাখবে ব্রাজিলকে।
২০২৬ সালে হবে ফুটবলের মহাযুদ্ধ, ওরফে ফিফা বিশ্বকাপ। নিয়ম অনুযায়ী প্রত্যেকটি দলকেই যোগ্যতা অর্জন করতে হয় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হলে। এবারের মহাযুদ্ধ হবে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মাঠগুলিতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এবারের বিশ্বকাপে খেলবেন মোট ৪৮টি দল। অর্থাৎ এটা স্পষ্ট যে লড়াই এতটা সহজ হবেনা কোন দলের জন্য। প্রতিমুহূর্তেই ট্রফির রাস্তায় থাকবে কাঁটা। যে অতিক্রম করতে পারবে সেই অন্তিম হাসি হাসতে পারবে।
ভারতীয় সময় অনুযায়ী বুধবার, ২৬শে মার্চ, ভোর চারটে নাগাদ শুরু হয় ম্যাচ। আয়োজকের দায়িত্বে ছিল আর্জেন্টিনা। ম্যাচটি খেলা হয় বুয়েনস আইরেসের এস্তাদো মনুমেন্টালে। স্টেডিয়ামে দুই দলের সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উন্মাদনা একেবারে তুঙ্গে ছিল তাদের। খেলার প্রথম মুহূর্ত থেকেই ব্রাজিলকে চাপে রাখা শুরু করে আর্জেন্টিনা। চতুর্থ মিনিটে দলকে লিড দেয় অ্যালভারেজ। দ্বিতীয় গোলটি আস্তেও বেশিক্ষণ সময় লাগেনি। ১২ মিনিটের দলের ব্যবধান বাড়িয়ে দেন ফার্ন্যান্ডেজ। এমন পরিস্থিতিতে পাল্টা আক্রমণ করতে দেখা যায় সাম্বা বাহিনীদের। ২৬ মিনিটে কুনহার গোলে খাতা খোলে ব্রাজিল। তবে সেই মোমেন্টাম অব্যাহত রাখতে সফল হয়নি তারা। ৩৭ মিনিটে আরো ব্যবধান বাড়িয়ে নেয় আর্জেন্টিনা। এবারের গোলদাতা ম্যাক অ্যালিস্টার। প্রথমার্ধ শেষ হয় ৩-১ গোলে।
সমতা ফেরানোর লক্ষ্যে পাল্টা আক্রমণের নামে ব্রাজিল। কিন্তু তা ধোপে টেকেনি। উল্টে আক্রমণের ঝাঁজ আরো বাড়ায় আর্জেন্টিনা। ৭১ মিনিটে সিমিওনের দাঁড়া চতুর্থ গোলটি পায় আর্জেন্টিনা। এরপর আপ্রাণ চেষ্টা করেও ম্যাচে কামব্যাক করতে পারেনি ব্রাজিল। তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনার ফুটবলাররা। ম্যাচ শেষ হওয়ার বাঁশি বাজতেই আনন্দে মেটে ওঠেন স্টেডিয়ামে উপস্থিত আর্জেন্টিনার সমর্থকরা। যদিও সাম্বা বাহিনীর এমন দুরবস্থায় ভেঙে পড়েছেন তাদের সমর্থকেরা। অনেকে সমাজমাধ্যমগুলিতে দাবি করেছেন যে এখন থেকেই ব্রাজিলকে আদা-জল খেয়ে লেগে থাকতে হবে। নাহলে বিশ্বকাপে বিশাল চাপ হবে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি করে ব্রাজিল।