নিউজ ডেস্ক: বিশ্ব ফুটবলে এক বড় নাম আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার লিও মেসি। তাঁর পায়ে বল গেলেই ধরে নেওয়া হয় যে এবার বিপক্ষ দলের জালে বল জড়াতে চলেছে। শুধু তাই নয়, তিনি যেই দলের হয়ে খেলুক না কেন, ফুটবলপ্রেমীরা ধরে নেন যে তাঁর উপস্থিতি থাকা মানে সেই দলের জেতা। এতটাই মেসির জনপ্রিয়তা। তাঁর ঝুলিতে রয়েছে ব্যালন ডি’অরের মতো সম্মানজনক পুরস্কারও। সবমিলিয়ে, বর্তমানে তিনি বহু ডিফেন্ডার ও গোলরক্ষকের এক বড় আতঙ্ক।
তবে এই সবকিছুর মাঝেও একটি প্রশ্ন ঘোরাফেরা করছে আর্জেন্টাইন ফুটবলপ্রেমী সহ গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের মনে। কি সেই প্রশ্ন? গত বিশ্বকাপের (২০২২) ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে এক হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে ট্রফি নিজেদের নামে করতে সফল হয়েছিল আর্জেন্টিনা। এরপরই অনেকে ধরে নেন যে এটিই হয়তো মেসির শেষ বিশ্বকাপ এবং এরপর হয়তো আর তাঁকে দেখা নাও যেতে পারে ফুটবলের ময়দানে। যদিও তারকা আর্জেন্টাইন স্ট্রাইকারের সতীর্থরা বহুবার জানিয়েছেন যে মেসি খেলা চালিয়ে যাবে। কিন্তু মেসির থেকে এই বিষয়ে কোন স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।
তবে এবার এই প্রসঙ্গে নিজের মুখ খুললেন মেসি। কি বললেন তিনি? এক সাক্ষাৎকার তারকা আর্জেন্টাইন স্ট্রাইকার জানালেন যে চলতি বছর তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বাড়ি তিনি ঠিক করবেন যে ২০২৬ সালের বিশ্বকাপে তিনি খেলবেন কিনা। মেসি বলেন, “আমি এর চেয়ে বেশি কিছু চাইতে পারিনা। এতদিন ধরে বিশ্বকাপটাই মিসিং ছিল। এবার আমি সেটাও পেয়ে গেছি। তবে নিঃসন্দেহে আমি প্রতিদ্বন্দ্বিতা করা চালিয়ে যাবো কারণ এটা আমার স্বভাব এবং এটা কোনদিনই আমার মধ্যে থেকে যাবেনা। আমি লড়াই করে জিততে ভালোবাসি। ২০২৬ সালের বিশ্বকাপ আমি খেলবো কি খেলবোনা, সেটা এই বছরই আমি ঠিক করতে পারবো। এই বছরটা আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ। তবে যদি আমি বলি যে আমি এটা নিয়ে কিছু ভাবছিনা, তাহলে সেটা মিথ্যে বলা হবে আমার।”
এছাড়া এই সাক্ষাৎকার মেসি প্রশংসা করেন স্পেনের উদীয়মান প্রতিভা ল্যামিন ইয়ামালের। তিনি বলেন, “ইয়ামাল যেভাবে খেলছে, তাতে আমি মুগ্ধ। স্পেনের জাতীয় দলের হয়ে খেলে ইউরো কাপ জিতেছে। ওর বয়স এখন ১৭ এবং এই মুহূর্তে ও গ্রোথ প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার মতই ও ফুটবলার হিসেবে উন্নতি করবে এবং নিজের খেলায় নতুনত্ব কিছু আনবে।”