দেবজিৎ মুখার্জি: ঘরের মাঠে আরসিবির লাগাতার ব্যর্থতা হতাশ করিয়েছে গোটা ক্রিকেটমহলকে। দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকারা সকলেই অসন্তুষ্ট এই পরিস্থিতি নিয়ে। এবার বিরাট কোহলিদের হাবুডুবু খাইয়েছে পাঞ্জাব কিংস। যদিও পাঞ্জাবও খুব মসৃণভাবে জয় পায়নি। তাদেরকেও ফিনিশ লাইন পার করতে বেশ বেগ পেতে হয়েছে। বলা যায়, একটা সময়ে রান করতে বেশ হিমশিম খেতে দেখা যাচ্ছিল দলের ব্যাটারদের। ৯৬ রান তাড়া করতে গিয়ে তারা হারায় পাঁচটি উইকেট। তবে দিনের শেষে তার চেয়েও বেশি বিরাটদের হার হতাশ করিয়েছে সকলকে।
কিন্তু এদিনের ম্যাচে সকলের নজর ছিল বিরাট কোহলির উপর। অনেকেই আশা করেছিলেন যে এই ম্যাচে তিনি টপকে যাবেন প্রাক্তন অজি তারকা ডেভিড ওয়ার্নারকে। কিন্তু দিনের শেষে তা হয়নি। উল্টে বিশ্রীভাবে আউট হয়েছেন কিং কোহলি। তিনটি বল খেলে তিনি করেন মাত্র এক রান। তিনি আর্শদ্বীপ সিংয়ের বলে ভুল শট খেলে প্যাভিলিয়নে ফেরেন। এই দৃশ্য দেখে স্টেডিয়ামে উপস্থিত আরসিবি সমর্থকরা হতাশ তো হয়েছেনই, পাশাপাশি অসন্তুষ্ট হয়েছেন বহু প্রাক্তন ক্রিকেটার, যাদের মধ্যে একজন মহাম্মদ কাইফ।
স্টার স্পোর্টসে কাইফ এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন এবং বলেন যে বিরাটের উচিত ছিল প্রথমে সেট হয়ে তারপর আগ্রাসী ক্রিকেট খেলার। তিনি বলেন, “কোহলির উচিত ছিল একটু সময় নিয়ে পিচটা পড়ার এবং তারপর সেট হয়ে আক্রমণ করা। ৮৪টা বল আছে মানে আপনার কাছে সময় আছে। যেই শট খেলে ও আউট হয়েছে, সচরাচর ও সেই শট খেলেনা। যদি এটা ২০ ওভারের ম্যাচ হতো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সেটাকে ও পাঞ্চ করতো। যেহেতু ১৪ ওভারের ম্যাচ তাই একটা আগ্রাসী ক্রিকেট খেলার উপর নজর থাকে। এছাড়া পিচটাও ড্যাম্প ছিল এবং বলটাও একটু থেমে যাচ্ছিলো।”
এরপরই দলের অন্যান্য ব্যাটারদের প্রসঙ্গেও একই কথা বলেন কাইফ। প্রাক্তন ভারতীয় তারকার বক্তব্য, “শুধু কোহলি নয়, দলের বাকি ব্যাটারদেরও একই অবস্থা। তাই ওর উচিত ছিল একটু সময় নেওয়ার। ১৪ ওভার মানে অনেকটাই। ও হয়তো ৬ ওভারের ম্যাচ ভেবেছিল।” প্রসঙ্গত, এদিন ব্যাটিং বিপর্যয়ের মাঝেও তাক লাগিয়ে দেন দলের পিঞ্চ হিটার ব্যাটার টিম ডেভিড। তিনি অর্ধশতরান হাকিয়ে দলকে এক সম্মানজনক টোটালে নিয়ে যান।