দেবজিৎ মুখার্জি: চলতি আইপিএলে ব্যাট হাতে মোটামুটি ভালোই পারফর্ম করে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। অধিকাংশ ম্যাচেই তাঁর ব্যাট থেকে এসেছে রান। এখানেই শেষ নয়, রীতিমতো ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন তিনি। যেভাবে বিপক্ষ দলের বোলারদের বাউন্ডারি হাঁকানোর পাশাপাশি তাঁদের বিরুদ্ধে স্ট্রাইক রোটেট করছেন, তা দৃষ্টি আকর্ষণ করেছে প্রাক্তন ক্রিকেট তারকা থেকে দেশের ক্রিকেটপ্রেমী সকলকেই। বলা যায়, ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট থেকে অবসর নেওয়ার পরও তাঁর ব্যাট আগের মতোই কথা বলছে। সবমিলিয়ে, বর্তমানে একটি ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কিং কোহলি।
বিরাটের এমন দুর্দান্ত ব্যাটিং মন জয় করেছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা সুরেশ রায়নার। তিনি কিং কোহলি প্রসঙ্গে বড় মন্তব্য করেছেন। প্রাক্তন তারকার মতে এত তাড়াতাড়ি বিরাটের টি২০ ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত হয়নি। এখানেই শেষ নয়, তিনি আরো জানান যে ২০২৬ সাল পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল তাঁর। পাশাপাশি, রায়না প্রশংসা করেন বিরাট কোহলির ফিটনেসেরও। প্রাক্তন তারকার মতে যেভাবে মডার্ন ডে চেজ মাস্টার নিজের ফিটনেস ধরে রেখেছেন, তা দেখে মনে হচ্ছে তিনি এখনো যুবক।
গতকাল নিজেদের ঘরের মাঠ এম চিহ্নস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরু জয় পায়। চলতি আইপিএলে এটি তাদের প্রথম জয় ঘরের মাঠে। এর আগে যতগুলি ম্যাচ জিতেছিলেন সব বিপক্ষদের হোম গ্রাউন্ডে। তারা ১১ রানে পরাজিত করে রাজস্থান রয়েলসকে। দলকে জয় দেওয়ায় বড় ভূমিকা পালন করেছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার যশ হেজেলউড। তিনি একাই চারটি উইকেট নিয়ে ভেঙে দেন রাজস্থানের ব্যাটিং অর্ডারের কোমর। তবে তিনি ম্যাচের সেরা হলেও স্টেডিয়ামে উপস্থিত সকল দর্শকদের সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে বিরাট কোহলির ব্যাটিং। ৪২ বলে ৭০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, যার মধ্যে রয়েছে ৮টি চার এবং দুটি ছয়। তিনি ইনিংসের গতি ধরেন এবং পিঞ্চ হিটারদের কাজ সহজ করে দিয়ে চলে যান। এর ফলে নির্ধারিত ২০ ওভারে ২০০ রান পার করতে সফল হয় আরসিবি।
বিরাটের এই দুর্দান্ত ব্যাটিং দেখে মুগ্ধ হন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়না। স্টার স্পোর্টসে কিং কোহলিকে নিয়ে তিনি করে বসেন বড় দাবি। প্রাক্তন সিএসকে তারকা বলেন, “আমি এখনো মনে করি যে টি২০ ক্রিকেট থেকে অনেকটা আগেই অবসর নিয়ে নিল বিরাট। যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং এখন পারফর্ম করে চলেছে, তাতে ও ২০২৬ সাল পর্যন্ত খেলতে পারত। যেভাবে ও নিজের ফিটনেসটা ধরে রেখেছে, তা দেখে মনে হচ্ছে যে ও এখনো যুবক।”