সেমিতে উঠেই বড় দাবি দীপকের

সেমিতে উঠেই বড় দাবি দীপকের

দেবজিৎ মুখার্জি: সাফল্য অব্যাহত সদ্য আইএসএল জয়ী দল মোহনবাগান সুপার জায়েন্টের। পৌঁছে গেল তারা চলতি সুপার কাপে সেমিফাইনালে। এদিন তারা পরাজিত করল শক্তিশালী কেরালা ব্লাস্টার্সকে। ম্যাচের ফলাফল ২-১। এদিন অনভিজ্ঞ দল নিয়েও সবুজ-মেরুন বাহিনীর এমন দুর্দান্ত ফুটবল মন জিতেছে ক্লাবের সমর্থক সহ দেশের ফুটবলপ্রেমীদের। মনে করা হচ্ছে যে তারকারা থাকলে আরো বেশি ভালো ফল করতো তারা। সবমিলিয়ে, ময়দানে দাপট ধরে রেখেছে জোসে মলিনার ছেলেরা।

তবে এদিন ম্যাচ জিতে বড় হুংকার দিলেন দলের অধিনায়ক দীপক টাংরি। তিনি দাবি করলেন যে, মোহনবাগান কোনদিনও হারেনা, বরং সর্বদা জেতার চেষ্টা করে। এখানেই শেষ নয়, জুনিয়র ফুটবলাররা যেভাবে পারফর্ম করেছেন, তার প্রশংসা করেছেন তিনি। এছাড়া তিনি জানিয়েছেন যে ডেভেলপমেন্ট লিগ থেকে উঠে আসা সালাহের পারফরমেন্স তাঁকে মুগ্ধ করেছে। শেষে তিনি অনুরোধ করেন সমর্থকদের যেন তাঁরা সেমিতেও মাঠে আসেন।

দীপক বলেন, “যেমনটা পরিকল্পনা করা হয়েছিল, দলের ফুটবলাররা তেমনভাবেই মাঠে নিজেদের সেরাটা দিতে পেরেছে। এই জয় পেয়ে ভালো লাগছে। মোহনবাগান হারেনা কোনদিন। সর্বদা চেষ্টা করে জেতার। কে কেমন পারফর্ম করে সেটা ম্যাচ ডেতে নির্ভর করে। যেহেতু এএফসির স্পট আমরা আগে পেয়ে গেছিলাম, তাই এই ম্যাচে আমরা জুনিয়রদের প্রমাণ করে লাইমলাইটে আসার সুযোগ করে দিই। সেই সুযোগটা পেয়ে ওরা কাজে লাগিয়েছে।”

এরপর সালাহ প্রসঙ্গে বাগান অধিনায়ক বলেন, “ও ভালোই খেলেছে। যত সুযোগ পাবে তত ওর খেলা খুলবে। এটা তো সবে ওর প্রথম ম্যাচ। কিছু করে দেখানোর প্রতিভা রয়েছে ওর মধ্যে। দলে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে জুনিয়রদের কাছে ভালো পারফর্ম করে। এরকম বড় প্রতিযোগিতায় জুনিয়রদের খেলার সুযোগ দেয়না সব ক্লাব। সেই সুযোগটা পেয়ে ওরা কাজে লাগিয়েছে।”

অবশেষে দীপক টাংরি ক্লাবের সমর্থকদের অনুরোধ করেন সেমিফাইনালের দিন মাঠে উপস্থিত থাকার। তিনি বলেন, “যেখানেই আমাদের খেলা হোক না কেন, সমর্থকরা ঠিক দেখতেই আসেন। আজও তারা এসেছে। তোমরা পরের ম্যাচেও এসো। আমাদের দল মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে এবং জেতাতে চাইবে।” প্রসঙ্গত, এদিন মোহনবাগানের তরফ থেকে দুটি গোল আসে সুহেল ভাট ও সাহাল আব্দুল সামাদের থেকে। অন্যদিকে, কেরালার হয়ে গোল করেন শ্রীকুট্টান। এবার দেখার বিষয় যে সেমিতেও জয়ের ধারা ধরে রাখতে পারে কিনা বাগান ফুটবলাররা।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *