নিজের ৩৭তম জন্মদিনে বড় উপহার পেলেন রাসেল

নিজের ৩৭তম জন্মদিনে বড় উপহার পেলেন রাসেল

দেবজিৎ মুখার্জি: লাগাতার পরাজয়ের পর অবশেষে জয় পেল গত আইপিএলের জয়ী দল কলকাতা নাইট রাইডার্স। দিল্লির ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে এই জয় নিজেদের ঝুলিতে তুলতে সফল হলো নাইটরা। যদিও সহজে এই ম্যাচ দখলে আসেনি। বড়সড় টার্গেট দেওয়া সত্ত্বেও মাত্র ১৪ রানে জয় পেয়েছে কেকেআর। যেভাবে দিল্লি ব্যাট করছিল, তাতে একটা সময় মনে করা হচ্ছিল যে ম্যাচ নিজের নামে করে নেবে দিল্লি। যদিও শেষ মুহূর্তে বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিং নাইটদের ম্যাচে ফিরিয়ে আনে। সবমিলিয়ে, এই জয়ের ফলে এখনো টুর্নামেন্টে টিকে রয়েছে কেকেআর।

তবে এই জয়টি সবচেয়ে স্পেশাল ছিল কেকেআরের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের কাছে। কি কারনে? মঙ্গলবার, ২৯ এপ্রিল, ৩৭তম জন্মদিন ছিল ক্যারিবিয়ান তারকার এবং সেদিনই এই জয় একটা গিফট তাঁর কাছে। ম্যাচ শেষে তিনি এমনটাই দাবি করেছেন। এখানেই শেষ নয়, তিনি এই জয়ের কৃতিত্ব দেন গোটা দলকেই। রাসেলের বক্তব্য, এটি পুরোপুরি একটি টিম এফর্ট ছিল। পাশাপাশি, এদিন স্টেডিয়ামে উপস্থিত নাইট সমর্থকরাও রাসেলের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। অনেকে এটাও মনে করছেন যে অন্তিম ওভার রাসেলকে দিয়ে একদম সঠিক কাজ করেছে কেকেআর।

আন্দ্রে রাসেল বলেন, “এই ম্যাচের আগে টিম মিটিংয়ে একটা চ্যাট হয় এবং ছেলেরা একটা জয় চায় আমার জন্মদিনে। এই গিফট ছাড়া অন্য কোন গিফট ম্যাটার করেনা। ক্রিকেটের একটা অ্যামেজিং লিগ হচ্ছে এই আইপিএল আর সেখানে আমার জন্মদিনের দিন ম্যাচ শিডিউল করার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। এটা পুরোপুরি একটা টিম এফর্ট ছিল।” তাঁর এমন বক্তব্য মন জয় করেছে তাঁর সতীর্থ সহ দলের সমর্থকদের। ম্যাচ শেষে অনেকেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ক্যারিবিয়ান তারকার বক্তব্যের প্রশংসা করেছেন।

উল্লেখ্য, এই দিনের ম্যাচে টসে জিতে প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠায় দিল্লি। নির্ধারিত ২০ ওভারে তারা করে ৯ উইকেটে ২০৪। সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন অঙ্কৃশ রঘুবংশী। এছাড়া রিঙ্কু সিং করেন ৩৬। দিল্লির বোলারদের মধ্যে তিনটি উইকেট নিজের ঝুলিতে তোলেন অজি তারকা মিচেল স্টার্ক। জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষে দিল্লির স্কোর দাড়ায় ৯ উইকেটে ১৯০। ফ্যাফ ডুপ্লেসি করেন ৬২। অধিনায়ক অক্ষর প্যাটেল করেন ৪৩ এবং বিপ্রাজ নিগম ৩৮। কেকেআরের বোলারদের মধ্যে তিনটি উইকেট পান সুনীল নারিন এবং তিনিই হন ম্যাচের সেরা।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *