দেবজিৎ মুখার্জি: ২২ গজে দেড় দশক ধরে রাজত্ব করে চলেছেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার বিরাট কোহলি। ব্যাট হাতে তিনি ভারতীয় ক্রিকেট দল সহ আরসিবি, দুজনকেই জিতিয়েছেন অজস্র ম্যাচ। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক শতরান ও অর্ধশতরান। বলতে গেলে, বিশ্বের দাপুটে বোলাররা তাঁকে বল করতে এখনো ভয় পায়। তিনি যতক্ষণ ক্রিজে থাকেন, ততক্ষণ দেশের ক্রিকেটপ্রেমীরা হাল ছাড়েন না। সবমিলিয়ে, তিনি এখন এই খেলার রাজা।
চলতি আইপিএলে ব্যাট হাতে বেশ ভালোই পারফর্ম করে চলেছেন বিরাট। অরেঞ্জ ক্যাপ পাওয়ার কাছাকাছি চলে এসেছেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছে বেশ কয়েকটি ম্যাচ উইনিং নক, যা দেখে অনেকেই মনে করছেন যে এত তাড়াতাড়ি ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট থেকে অবসর না ঘোষণা করলেই ভালো হতো বিরাটের। বহু প্রাক্তন ক্রিকেট তারকাও একই দাবি করেছেন যে বিরাট কোহলির এখনো অনেককিছু দেওয়া বাকি আছে টি২০ ক্রিকেটকে।
এবার এই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন কিং কোহলি। এক পডকাস্টে জানান ঠিক কোন কারণে তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। চেজ মাস্টার মনে করেন যে রিটায়েরমেন্টের পর কোনকিছুই তাঁর জন্য বদলায়নি। এরপর বিরাট প্রশংসা করেন তরুণ ক্রিকেটারদের। কিং কোহলির বক্তব্য, বহু তরুণ ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করার জন্য প্রস্তুত ও তাদেরকে সময় দিতে হবে এবং এই কারণেই তিনি এমন সিদ্ধান্ত নেন।
বিরাট কোহলি বলেন, “আমি মনে করিনা যে অবসর নেওয়ার পর আমার জন্য সবকিছু পাল্টে গেছে।” এরপর তরুণদের প্রশংসা করে তিনি বলেন, “দেশের হয়ে টি২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত আমি তখনই নিলাম যখন আমি দেখলাম যে বহু তরুণ ক্রিকেটার উঠে এসেছে এবং তারা পুরোপুরি প্রস্তুত। ওদেরকে সময় দিতে হবে এবং দুটো বছর প্রয়োজন নিজেদেরকে গড়ে তোলার ও চাপ সামলানোর জন্য, বিভিন্ন মাঠে খেলার এবং বেশি করে ম্যাচ খেলে অভিজ্ঞতা হওয়ার জন্য।”
বিরাটের এই বক্তব্যে অনেকে অনেকরকম মত দিয়েছেন। একাংশ মনে করছেন যে এত তাড়াতাড়ি কিং কোহলির উচিত হয়নি দেশের হয়ে টি২০ ক্রিকেট ছাড়া। আবার আরেকাংশ মনে করছেন যে তিনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখে। বলতে গেলে, মিক্সড রিঅ্যাকশন এসেছে। তবে দিনের শেষে ভারতীয় ক্রিকেট তারকার এই বক্তব্য নজর কেড়েছে সকলের।