দেবজিৎ মুখার্জি: “একটা সময়ে চাপ হয়ে যাচ্ছিল” জাতীয় দল ও আরসিবির নেতৃত্ব ছাড়ার আসল কারণ জানালেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার বিরাট কোহলি। এক পডকাস্টে তিনি সত্যিটা তুলে ধরেন এই প্রসঙ্গে। কিং কোহলির বক্তব্য, একটা সময়ে তাঁর ক্রিকেট কেরিয়ারে অনেককিছু ঘটছিল এবং তিনি প্রেশার বোধ করছিলেন। এখানেই শেষ নয়, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আরো জানান যে একটা পর্যায়ে এসে প্রতিটা ম্যাচের সঙ্গে তাঁর উপর আশা বেড়ে যাচ্ছিল সকল ক্রিকেটপ্রেমীর।
২২ গজে দীর্ঘ দেড় দশক ধরে নিজের ভালো পারফরমেন্স ও একাধিক রেকর্ড ভাঙার মাধ্যমে সকলের মনে জায়গা করে নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের চেজ মাস্টার বিরাট কোহলি। বলতে গেলে, ৮ থেকে ৮০ সকলের মনেই তিনি এখন রাজ করছেন। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক অর্ধশতরান ও শতরান। এখানেই শেষ নয়, তাঁর ম্যাচ উইনিং ইনিংসের সংখ্যাও প্রচুর। এমনকি বহুবার তিনি দলকে পরাজয়ের মুখ থেকে জয় এনে দিয়েছেন। বর্তমানে তিনি এমনই একটা জায়গা পৌঁছে গেছেন যে ক্রিকেটপ্রেমীরা এখন তাঁকে শচীন তেন্ডুলকরের সঙ্গেও তুলনা করেন।
তবে সকল ক্রিকেটারের মতো বিরাটের জীবনেও একটি মুহূর্ত আসে যখন কোনকিছুই ঠিক যাচ্ছিলোনা। ২০১৭ সালে তাঁকে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। কয়েকটি ম্যাচে ভালো পারফর্ম করার পর একটা সময় আসে যখন তাঁর ব্যাট কথা বলছিলোনা। শতরান তো দূর, এমনকি অর্ধশতরানের গণ্ডি ছুঁতেও তাঁকে বেশ কষ্ট করতে দেখা গিয়েছে। ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বহু প্রাক্তন ক্রিকেট তারকা তখন মনে করতেন যে জাতীয় দল ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দেওয়ার চাপ তাঁর ব্যাটিংয়ের উপর পড়ছে এবং সেই কারণেই তিনি ভালো পারফর্ম করতে পারছেন না। অবশেষে বিরাট ক্যাপ্টেন্সি ছাড়েন ২০২১ সালের টি২০ বিশ্বকাপে দলের ব্যর্থতার পর।
এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বিরাট। আরসিবি বোল্ড ডাইরিজ পডকাস্টে তিনি বলেন, “একটা সময় এসে আমার কাছে এটা কঠিন হয়ে যাচ্ছিল। আমি ৭-৮ বছর ধরে ভারতকে নেতৃত্ব দিয়েছি। আরসিবিকে নেতৃত্ব দিয়েছি ৯ বছর ধরে। ব্যাটিংয়ের ক্ষেত্রে সকলেরই আমার উপর আশা বেড়ে যাচ্ছিল প্রতিটা ম্যাচের সঙ্গে। সেই কারণে আমি সিদ্ধান্ত নিই নেতৃত্ব ছাড়ার। আমি একটা স্পেস চেয়েছিলাম যেখানে আমি নিজের মতো করে ব্যাট করতে পারবো এবং কেউ আমায় জাজ করতে পারবেনা।”