দেবজিৎ মুখার্জি: প্রায় একটি যুগের অবসান ঘটার পথে ভারতীয় ক্রিকেটে। এই খেলার ক্ষুদ্রতম ফরম্যাট টি২০ থেকে অবসর নেওয়ার পর এবার সবচেয়ে বড় ফরম্যাট টেস্টকে বিদায় জানালেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান ওডিআই অধিনায়ক হিটম্যান, ওরফে রোহিত শর্মা। নিজের ইনস্টাগ্রাম স্টোরি থেকে টেস্ট ক্রিকেটের টুপির ছবি দিয়ে নিজের অবসরের কথা ঘোষণা করেন রোহিত এবং এরপরই শুরু হয় রিপ্লাইয়ের বন্যা তাঁর ভক্ত ও দেশের ক্রিকেটপ্রেমীদের তরফ থেকে। অধিকাংশই এই সিদ্ধান্তে বেশ কষ্ট পেয়েছেন।
২২ গজে নিজের পারফরমেন্সের মাধ্যমে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন রোহিত শর্মা। তিনি ব্যাট করতে নামতেই গোটা স্টেডিয়ামে পড়তো হাততালির বন্যা। বলতে গেলে, দেশের ক্রিকেটপ্রেমীরা ধরেই নিতেন যে ম্যাচ ভারত নিজের পকেটে তুলবে। তাঁর ঝুলিতে রয়েছে অজস্র অর্ধশতরান ও শতরানের ইনিংস। শুধু তাই নয়, একেবারে ম্যাচ উইনিং ইনিংস যাকে বলে, সেগুলিও রয়েছে তার মধ্যে। বিশেষ করে একদিনের ক্রিকেটে রোহিতের দ্বিশতরানের রেকর্ডও চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। সবমিলিয়ে, তিনি ভারতীয় ক্রিকেটের এক স্তম্ভ এবং তার সমর্থকদের নয়নের মনি।
গতবছর ২০ ওভারে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন রোহিত। যদিও তিনি একা নন, তাঁর আরো দুই সতীর্থ বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাও অবসর ঘোষণা করেছিলেন। তবে টেস্ট ক্রিকেটে বহুদিন ধরেই ফর্মে ছিলেন না রোহিত। বিশেষ করে গত দুই সিরিজে – নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া – তাঁর ব্যাট একেবারেই কথা বলেনি। বিস্তারিতভাবে বলতে গেলে রোহিতের থেকে যা ভাবা যায়না, ঠিক সেটাই তিনি করে দেখিয়েছিলেন। দুই সংখ্যার রানে পৌঁছাতে গিয়েই রীতিমত হিমশিম খেয়েছিলেন তিনি। এখানেই শেষ নয়, একসময় যেই শটগুলি একেবারে জলের মতো সহজ ছিল তাঁর জন্য, সেগুলিও তিনি ঠিকভাবে মারতে পারছিলেন না। সবমিলিয়ে, এক বিশ্রী সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন রোহিত।
কোনকিছুই ঠিক যাচ্ছেনা দেখে অবশেষে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রোহিত। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই প্রসঙ্গে একটি পোস্টও করেন হিটম্যান। তাতে একটি ছবি দেওয়া আছে টেস্ট ক্রিকেটের টুপির এবং লেখা, “সকলকে আমি এটাই জানাতে চাই যে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা জার্সিতে দলের প্রতিনিধিত্ব করা অত্যন্ত গর্বের ব্যাপার। বছরের পর বছর ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাব।” এরপরই শুরু হয় রিপ্লাই পর্ব। সকলেই শুভেচ্ছা জানিয়েছেন রোহিতকে। অনেকে এটাও দাবি করেছেন যে এত তাড়াতাড়ি অবসর ঘোষণা করা ঠিক হয়নি। আবার অনেকে এটাও দাবি করেছেন যে একদম সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন হিটম্যান। তবে অধিকাংশই বেশ কষ্ট পেয়েছেন এই সিদ্ধান্তে। বলতে গেলে, এখন চারিদিকেই রোহিতের রিটায়ারমেন্ট একটা আলোচনার বিষয়।