দেবজিৎ মুখার্জি: যাবতীয় জল্পনায় দাগ টানলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহাম্মদ শামি। তাঁকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম যে গুজব ছড়িয়েছিলেন, তার জবাব দিলেন তিনি। শামি স্পষ্ট জানালেন যে অবসরের কথা এই মুহূর্তে তিনি ভাবছেনই না। নিজের ইনস্টাগ্রাম স্টোরি থেকে এই প্রসঙ্গে মুখ খোলেন তারকা পেসার। বিস্তারিতভাবে বলতে গেলে রীতিমতো ক্ষোভ উগরে দেন তিনি এবং একহাত নেন তাঁদের যারা এই খবরের সঙ্গে যুক্ত। এই স্টোরি ভাইরাল হতেই শামির ভক্ত থেকে শুরু করে দেশের অন্যান্য ক্রিকেটপ্রেমীরা রিপ্লাই দিতে শুরু করেন।
বিগত কয়েকদিন ধরে ভারতীয় ক্রিকেটে একটা রোলার কোস্টার রাইড চলছে। প্রথমে রোহিত শর্মার অবসর। সেই হাওয়া কাটতে না কাটতেই বিরাট কোহলি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন টেস্ট ক্রিকেট থেকে, যা রীতিমতো হইচই ফেলে দেয় দেশের ক্রিকেটমহলে। অনেকেই বিসিসিআইয়ের ষড়যন্ত্র দেখছেন এর মধ্যে। তার মধ্যেই কয়েকটি সংবাদমাধ্যম গুজব ছড়ায় যে এবার শামি হয়তো অবসরের পথে হাঁটতে পারেন। স্বাভাবিকভাবেই, এই আবহাওয়ায় আরো একটি অবসরের খবর একেবারে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করে। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে এই সংক্রান্ত একাধিক পোস্ট দেখা যায়। বলতে গেলে, এক আলোচনার বিষয় হয়ে ওঠে।
এই ধরনের খবর দেখে রীতিমতো ক্ষুব্ধ হন শামি। নিজের ইনস্টাগ্রাম স্টোরি থেকে একহাত নেন সংবাদমাধ্যমগুলিকে। স্টোরিতে তিনি লেখেন, “বেশ দারুন লিখেছেন। এবার নিজেদের চাকরির দিনটাও গুণুন। আমার কেরিয়ারের বারোটা আপনারাই বাজিয়ে দিলেন। আরে আপনারা তো ভালো কিছু বলুন কখনো। সবচেয়ে বাজে খবর আজকের এটাই।” অর্থাৎ তারকা পেসার এটা পরিষ্কার করে দিলেন যে বিরাট-রোহিতদের পথে এই মুহূর্তে তিনি হাঁটার কথা ভাবছেন না।
এরপরই শুরু হয় রিপ্লাইয়ের বন্যা। অনেকেই অনেকরকম দাবি করেন। বহু ক্রিকেটপ্রেমী সেই সংবাদমাধ্যমগুলিকে কঠিন শাস্তি দেওয়ার দাবি জানান। আবারো অনেকে শামিকে মাথা ঠান্ডা রেখে নিজের পারফরমেন্সের উপর মন দেওয়ার পরামর্শ দেন। বিস্তারিতভাবে বলতে গেলে, শুধু শামি নন, এমন খবরে ক্ষুব্ধ হয়েছেন তাঁর ভক্ত সহ দেশের অন্যান্য ক্রিকেটপ্রেমীরাও। এবার দেখার বিষয় যে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে তাঁকে দেখা যায় কিনা। তিনি কি পারবেন এবার নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে? কি হবে শেষ পর্যন্ত? সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যে।