“ওরা নিজেই দায়ী” নাইটদের ব্যর্থতা প্রসঙ্গে এমনটাই দাবি ফিঞ্চের

“ওরা নিজেই দায়ী” নাইটদের ব্যর্থতা প্রসঙ্গে এমনটাই দাবি ফিঞ্চের

দেবজিৎ মুখার্জি: “ওরা নিজেরাই দায়ী” চলতি আইপিএলে কেকেআরের ব্যর্থতা প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন অজি তারকা ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অজি অধিনায়কের মতে নিজেদের ভুলেই ডুবেছে কলকাতা নাইট রাইডার্স। তাঁর বক্তব্য, আন্দ্রে রাসেলের মতো এক ম্যাচ উইনার ক্রিকেটারকে লোয়ার অর্ডারে নামানোর মাশুল দিতে হচ্ছে দলকে। এখানেই শেষ নয়, ফিঞ্চ প্রসঙ্গ টেনে আনেন চেন্নাই ম্যাচেরও। তাঁর মতে নিজেদের ভুলেই জয় হাতছাড়া হয়েছে নাইটদের। সবমিলিয়ে, চলতি আইপিএলে দলের এই দুরবস্থার জন্য তিনি ভুল সিদ্ধান্ত নেওয়াই আসল কারণ বলে মনে করছেন।

গতবছর নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স নিজেদের ঝুলিতে শ্রেয়াস আইয়ারের তৃতীয় আইপিএল ট্রফি তুললেও, এই বছর দলের পারফরমেন্স রীতিমতো বিশ্রী ছিল। না ব্যাটিং না বোলিং, কোন বিভাগই নিজেদের কাজ ঠিকঠাক করে দেখাতে সফল হয়নি। বিস্তারিতভাবে বলতে গেলে, কেউই তেমন দাগ কাটতে সফল হননি। এখানেই শেষ নয়, বেশ কয়েকটি জয় সুযোগ হাতছাড়া করেছে দল। বলতে গেলে, জয়ের কাছাকাছি এসেও ম্যাচ ও পয়েন্ট নিজেদের নামে তুলতে পারেননি অজিঙ্কা রাহানে ও তাঁর বাহিনী। দলের এমন ছন্নছাড়া পারফরমেন্স মন ভেঙেছে সমর্থক থেকে শুরু করে বহু ক্রিকেটপ্রেমীর।

এবার এই বিষয়ে ময়দানে নামলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। ঠিক কি কারনে লাগাতার ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছে দলকে, সেই কারণগুলি তুলে ধরেন তিনি। প্রাক্তন অজি অধিনায়কের মতে ভুলভাল সিদ্ধান্তই দলকে ডুবিয়েছে এই বছর। পাশাপাশি, তিনি এটাও তুলে ধরেন ঠিক কোন ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে জয় থেকে বঞ্চিত হয়েছে তারা। উদাহরণও দেন তিনি। সবমিলিয়ে, সমস্ত দোষ ফিঞ্চ দলের ভুল প্লেইং স্ট্রাটেজিকেই দিলেন।

ফিঞ্চ বলেন, “ওদের শুরুটাই ভালো হয়নি। অধিকাংশ ম্যাচেই রাসেলের মতো একজন ম্যাচ উইনারকে নিচের দিকে নামানো হয়েছে। সুযোগই ওকে সেভাবে দেওয়া হয়নি ইম্প্যাক্ট ফেলার। এমন দুরবস্থার জন্য কেকেআর নিজেই দায়ী। সিএসকের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতারই জেতার কথা ছিল। কিন্তু ওরা প্রায় নিজেরাই নিজেদের লাথি মেরেছে। এক অবিশ্বাস্য জয় পায় চেন্নাই। গোটা মরশুমেই এমন অনেক মুহূর্ত ছিল, যেখানে কেকেআর এভাবে জিততে পারেনি।” প্রসঙ্গত, ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে কলকাতা। বাকি রয়েছে আর একটি ম্যাচ। এবার দেখার বিষয় যে জয় দিয়ে এই বছরের আইপিএল অভিযান শেষ করতে পারেন কিনা রাহানে ও তাঁর বাহিনী।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *