নিউজ ডেস্ক: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জয়ের ধারা অব্যাহত ইংল্যান্ড ফুটবল দলের। আলবানিয়ার পর এবার তারা বড় ব্যবধানে পরাজিত করলো ‘গ্রুপ কে’র আরেক দল লাটভিয়াকে। ম্যাচের ফলাফল ৩-০। আবারো সেই একই আগ্রাসী ফুটবল দেখা যায় দলের সকল ফুটবলারদের তরফ থেকে। বলতে গেলে গোটা ম্যাচজুড়ে লাটভিয়াকে হাবডুবু খাইয়েছে তারা। অতিথিদের রক্ষণভাগকে বেশ দুর্বল দেখাচ্ছিল আয়োজকদের সামনে। এই জয়তে বেশ খুশি হয়েছেন ইংল্যান্ডের সমর্থক থেকে শুরু করে দলের কোচ থমাস টুচেল, সকলেই।
ম্যাচটি খেলা হয়েছে ইউনাইটেড কিংডমের ওয়েম্বলি স্টেডিয়ামে। ম্যাচ শুরু হতেই আক্রমণ শুরু করে ইংল্যান্ড। লাগাতার পাসিং ফুটবলের মাধ্যমে তারা পৌঁছাতে থাকে লাটভিয়ার পেনাল্টি বক্স পর্যন্ত। অবশেষে ৩৮ মিনিটের মাথায় তারা দেয় প্রথম আঘাত। গোল করে দলকে এগিয়ে দেন দলের তরুণ ডিফেন্ডার রিস জেমস। রীতিমতো হইচই পড়ে যায় গোটা স্টেডিয়ামে। আনন্দে মেতে ওঠেন ইংল্যান্ডের দর্শকরা। স্বাভাবিকভাবেই, চাপে পড়ে যায় লাটভিয়া। যদিও লাটভিয়ার তরফ থেকেও চেষ্টা আসে গোল করার, কিন্তু ইংল্যান্ডের পেনাল্টি বক্স পর্যন্তও তারা খুব একটা পৌঁছাতে সফল হয়নি। অবশেষে প্রথমার্ধ শেষে ইংল্যান্ড এগিয়ে থাকে ১-০ গোলে।
দ্বিতীয়ার্ধের ঠিক যেন প্রথমার্ধের হাইলাইটস দেখা যায়। আবারো আক্রমণ করতে নামে ইংল্যান্ড। বলা যায়, এবার আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দেয় তারা এবং এর জেরে আরো চাপ বাড়তে থাকে লাটভিয়ার ফুটবলেরদের উপর। ফের একাধিক ছোট পাসের মাধ্যমে তারা পৌঁছাতে থাকে লাটভিয়ার পেনাল্টি বক্স পর্যন্ত। অবশেষে দ্বিতীয় গোলটি পায় তারা ৬৮ মিনিটে। এবারের গোলদাতা দলের তারকা স্ট্রাইকার হ্যারি কেন। তৃতীয় গোলটি আস্তেও বেশি সময় লাগেনি। ৭৬ মিনিটে ব্যবধান আরো বাড়িয়ে দেন দলের তরুণ মিডফিল্ডার এবেরেচি ইজে। এরপরও আক্রমণ অব্যাহত থাকে ইংল্যান্ডের। তবে শেষ পর্যন্ত তারা চতুর্থ গোলটি পায়নি এবং ম্যাচ শেষ হয় ৩-০ ফলাফলে। আরো একবার হাসিমুখে স্টেডিয়াম ছাড়েন ইংল্যান্ডের ফুটবলার ও সমর্থকরা।
তরুণ ইংল্যান্ড ফুটবল দলের এই লাগাতার সাফল্য দেখে মুগ্ধ হয়েছে গোটা ফুটবল-জগত। বহু প্রাক্তন ফুটবল তারকা দাবি করছেন যে এই দলটির মধ্যে ক্ষমতা রয়েছে ২০২৬ সালের বিশ্বকাপ নিজেদের ঝুলিতে তোলার। যদিও অনেকে আবার আলাদা মতও জানিয়েছেন। তাঁদের মতে বিশ্বকাপে খেলা অতটা সহজ হবেনা এই তরুণ ব্রিগেডের জন্য। তাঁরা মনে করছেন যে এখনো অনেককিছু শেখা বাকি আছে। এবার দেখার বিষয়টি শেষ পর্যন্ত এই দলটি কি করে দেখান।