দেবজিৎ মুখার্জি: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামার আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার। বোর্ডকে দুঃসংবাদ শোনালেন দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। কি এমন দুঃসংবাদ দিলেন তিনি? বিসিসিআইকে তিনি জানিয়ে দিয়েছেন যে ইংল্যান্ড সফরে তিনটির বেশি টেস্ট খেলা সম্ভব হবেনা তাঁর কাছে। স্বাভাবিকভাবেই এই খবর এক বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের কাছে। পাশাপাশি, ক্রিকেটপ্রেমীদের কপালেও হাত পড়েছে। এমনিতেই গত দুটি টেস্ট সিরিজে বিশ্রী পারফর্ম করেছে গোটা দল। তার উপর বুমরাহ না থাকলে কি অবস্থা হবে, তা নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক।
আইপিএল শেষ হলে ইংল্যান্ডের মাটিতে একটি সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার আগেই বড় ধাক্কা খায় দলে। অবসর ঘোষণা করেন দলের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। স্বাভাবিকভাবে কাকে রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া হবে, তা নিয়ে চিন্তায় পরে বোর্ড। পাশাপাশি, আরো একটি বড় সমস্যা যা তৈরি হয়, সেটি হলো কাঁর কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হবে। বলতে গেলে, এই মুহূর্তে বেশ ভালোই চাপে রয়েছেন নির্বাচকরা।
এবার তার উপর আরো একটি চাপ জুড়ে বসলো। ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা টেস্ট সিরিজে পুরোপুরি পাওয়া যাবেনা দলের তারকা পেস বোলার জাসপ্রিত বুমরাহকে। এমনটাই জানানো হয়েছে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’এর তরফ থেকে। জানা গিয়েছে, বুমরাহ বোর্ডকে জানিয়েছেন যে তিনি তিনটির বেশি টেস্ট ম্যাচ খেলতে পারবেন না। মুম্বাই ইন্ডিয়ানস তারকা চোট সারিয়ে মাঠে ফিরলেও টানা পাঁচটি টেস্ট খেলার মতো অবস্থা এখনো তৈরি হয়নি এবং সেই কারণেই এমনটা তিনি বোর্ডকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন।
প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত অস্ট্রেলিয়ার মাটিতে খেলা গত বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে। সেখানে সবকটি টেস্টই খেলেছিলেন বুমরাহ। কিন্তু অন্তিম টেস্টে তিনি চোট পান। তা এতটাই গুরুতর হয়ে ওঠে যে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলতে পারেননি। এমনকি চলতি আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচেও তাঁকে পাওয়া যায়নি প্লেইং একাদশে। কিছুদিন আগে তিনি দলের সঙ্গে যোগ দেন। এখনো পর্যন্ত বেশ ভালই বোলিং তুলে ধরেছেন তিনি বল হাতে। এমআই শিবির আশা করছে যে বুমরাহ থাকা মানে দলের জয় নিশ্চিত। যদিও শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার বিষয়। কিন্তু দিনের শেষে এমন দুঃসংবাদ চিন্তার ছায়া নামিয়ে এনেছে দেশের ক্রিকেটপ্রেমীদের উপর।