দেবজিৎ মুখার্জি: পহেলগাঁও জঙ্গি হামলার আঁচ এবার বড়ভাবে পড়ল ক্রিকেটজগতে। এমনিতেই ঘটনার নিন্দা করা হয়েছে বহু ভারতীয় ক্রিকেটারের তরফ থেকে। এমনকি দলের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরকে খুনের হুমকি দেওয়া হয়েছে আইসিস কাশ্মীর নামে এক জঙ্গি সংগঠনের তরফ থেকে। কিন্তু এবার কঠোর পদক্ষেপ নিলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইট অনুযায়ী তারা সিদ্ধান্ত নিয়েছে যে ২২ গজে ভবিষ্যতে পাকিস্তানের মুখোমুখি হবেনা ভারতীয় ক্রিকেট দল। পাশাপাশি, এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেন আইসিসি টুর্নামেন্টগুলিতে দুই দলকে এক গ্রুপে না ফেলা হয়, এটা নিশ্চিত করা হবে।
এই মুহূর্তে ভারত ও পাকিস্তান দুই দেশে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে পহেলগাঁও জঙ্গি হামলা। যা ঘটেছে, তাকে ঘিরে চরম চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে দুই দেশে। ভারতবর্ষে এই ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন্দ্রের বর্তমান শাসকদল বিজেপিকে একহাত নিয়েছে বিরোধী দলগুলি। সকলেরই মত, কেন্দ্রের নিরাপত্তায় গলদ ছিল বলেই এতগুলি মানুষের মৃত্যু হয়েছে এই সন্ত্রাসবাদি হামলায়। যদিও নিজেদের অবস্থান প্রকাশ্যে এনেছে গেরুয়া শিবির এবং সকল দেশবাসীকে এই আক্রমণের যোগ্য জবাব দেওয়ার আশ্বাস অবধি দেওয়া হয়েছে।
এবার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বড় পদক্ষেপ নিল ভারতীয় ক্রিকেট বোর্ড, ওরফে বিসিসিআই। কি পদক্ষেপ নিল তারা? ক্রিকবাজ নামক এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটে বলা হয়েছে যে বোর্ডের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভবিষ্যতে কোনোভাবেই পাকিস্তানের মুখোমুখি হতে চায়না ভারত এবং সেক্ষেত্রে তারা নিশ্চিত করতে চায় যে আগামীদিনে আইসিসি টুর্নামেন্টগুলিতে যেন দুই দল একই গ্রুপে যেন না থাকে। তবে এর সঙ্গে এটাও বলে দেওয়া হয়েছে যে যদি নকআউট পর্বে দুই দল মুখোমুখি হয়, তাহলে সেটা নিয়ে ভাবা হবে। বলে রাখা ভালো, বিসিসিআইয়ের তরফ থেকে এই প্রসঙ্গে কোন চিঠির কথা স্বীকার করা হয়নি।
প্রসঙ্গত, এই হামলা প্রসঙ্গে বোর্ড সহ-সভাপতি রাজীব শুক্লা এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন যে বোর্ড পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলানোর কথা আগামীদিনে ভাববেওনা। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার বক্তব্য, “এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটমহলে। তীব্র নিন্দা জানাই এই হামলার। পরিবারগুলির প্রতি সমবেদনা। তাদের পাশে রয়েছি আমরা এই দুর্দিনে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেওয়া হয়।