দেবজিৎ মুখার্জি: অবশেষে নিয়ে নেওয়া হলো সিদ্ধান্ত! ইংল্যান্ড সফরের জন্য বড় ফয়সালা বোর্ডের তরফ থেকে। কি সিদ্ধান্ত নিয়েছে তারা? আসন্ন ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট দলকে নেতৃত্ব দেবেন হিটম্যানই, ওরফে রোহিত শর্মাই। সংবাদসংস্থা পিটিআই সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। নানা সমালোচনা ভুলে যেভাবে সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচ জিতিয়েছেন রোহিত, তারপর তাঁর উপরই ভরসা রাখছে বোর্ড।
গত দুই টেস্ট সিরিজে রীতিমতো বিশ্রী ফল করে টিম ইন্ডিয়া। শুধু পরাজয় বললে ভুল হবে, একেবারে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হতে হয় দলকে। তার উপর বোর্ডের চিন্তা বাড়িয়েছিল একদিনের ক্রিকেটে ভারতের অধিনায়ক রোহিত শর্মার ফর্ম। ব্যাট হাতে তিনি শিকার হয়েছিলেন লাগাতার ব্যর্থতার। অর্ধশতরান বা শতরান তো দূর, দুই অঙ্কের রানে পৌঁছাতেই তিনি রীতিমতো হিমশিম খেয়েছেন। প্রতিটি ইনিংসেই তিনি আউট হয়েছেন এমনভাবে যা দেশের ক্রিকেটপ্রেমীরা কোনদিনই আশা করতে পারেননি।
এরপরই বোর্ডের স্ক্যানারে আসেন রোহিত। রীতিমতো পরিকল্পনা শুরু হয় যে আগামীদিনে তাঁকে অধিনায়ক হিসেবে রাখা যাবে কিনা। এখানেই শেষ নয়, তাঁকে দলেই জায়গা দেওয়া হবে কিনা, তাও আলোচনার বিষয় হয়ে গেছিল। এক কথায় বলতে গেলে তাঁর ফর্মে ক্ষুব্ধ ছিলেন বোর্ডের কর্তারা। তবে হার মানতে নারাজ ছিলেন রোহিত। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে অবসর নিয়ে কিছুই ভাবছেন না, বরং ফোকাস করছেন ফর্মে ফেরার উপর। অবশেষে তাতে সফল হন রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে একটি ম্যাচ উইনিংস খেলে ফের সকলের বিশ্বাস জিতে নেন এবং এরপরই বোর্ড তাঁকে ইংল্যান্ড সফরের অধিনায়ক রাখার সিদ্ধান্ত নিতে চলেছে। এক পিটিআই সূত্র এমনটাই দাবি করেছেন।
সেই সূত্রের বক্তব্য, “জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার আগে অজিত আগারকার ও বোর্ডের কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন যে রোহিত শর্মাকেই অধিনায়ক হিসেবে রাখা হবে। যদিও কাদেরকে রাখা হবে সফরে, সেই ব্যাপারে ভোট কোন তাড়াহুড়ো করতে চাইছেনা। তাঁরা মনে করছেন যে এখনো অনেক সময় রয়েছে এবং আইপিএলের অন্তিম সপ্তাহে এই ব্যাপারে ইঙ্গিত মিলতে পারে। তবে রোহিত ক্যাপ্টেন থাকবেন এটা স্পষ্ট।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কাঁদের ডাক পড়ে এই সিরিজ খেলার জন্য। কি সিদ্ধান্ত নেওয়া হবে? তা বলবে সময়।