দেবজিৎ মুখার্জি: চলতি আইপিএলে সফর শেষ মাহিদের। টুর্নামেন্ট থেকে ছিটকে গেল চেন্নাই সুপার কিংস। তাদের প্রতিযোগিতার বাইরে বার করে দিলেন শ্রেয়াস আইয়াররা, ওরফে পাঞ্জাব কিংস। বড় টার্গেট দেওয়া সত্ত্বেও তা শেষ পর্যন্ত ডিফেন্ড করতে সফল হলোনা চেন্নাই। চার উইকেটে ম্যাচ নিজেদের নামে তুলতে সফল হলো পাঞ্জাব। সৌজন্যে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও প্রাভসিমরান সিংয়ের দুর্দান্ত ব্যাটিং এবং বল হাতে যূজবেন্দ্র চাহালের স্পিন ম্যাজিক। সবমিলিয়ে, একরাশ হতাশা নিয়ে স্টেডিয়াম ছাড়তে হয় মহেন্দ্র সিং ধোনি ও তাঁর বাহিনীকে।
ম্যাচ শেষে মাহি এই ব্যর্থতা প্রসঙ্গে নিজের অবস্থান জানান। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক স্বীকার করেন যে স্কোরবোর্ডে রান ভালো হওয়া সত্ত্বেও তারা ১৫ রান মতো কম ছিল। এখানেই শেষ নয়, ধোনি এটাও স্বীকার করেন যে তাদের ক্যাচগুলি নেওয়া দরকার। তবে এই সবকিছুর মাঝেও তিনি প্রশংসা করেন স্যাম কারান ও ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাটিংয়ের। মাহির বক্তব্য, দুই বিদেশী তারকার পার্টনারশিপ দারুন ছিল।
বুধবার, ৩০শে এপ্রিল, চেন্নাই সুপার কিংস নিজেদের ঘরের মাঠ এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে খেলতে নামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। ২০ ওভার শেষ হওয়ার চার বল আগে ১৯০ রানে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস। সর্বোচ্চ ৮৮ রান করেন স্যাম কারান। এছাড়া ৩২ রানের একটি সাজানো-গোছানো ইনিংস আসে ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাট থেকে। পাঞ্জাবের বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট নেন যূজবেন্দ্র চাহাল। জবাবে রান তাড়া করতে নেমে দুই বল বাকি থাকতে শেষ হয় ম্যাচ। প্রয়োজনীয় রান তুলতে গিয়ে ৬টি উইকেট হারায় পাঞ্জাব। অধিনায়ক শ্রেয়াস আইয়ার করেন ৭২ এবং প্রাভসিমরান সিং ৫৪। ম্যাচের সেরা ঘোষণা করা হয় শ্রেয়াস আইয়ারকে।
এই পরাজয়ের ফলে টুর্নামেন্ট থেকে এক্সিট হয় চেন্নাইয়ের। সিএসকের মতো জনপ্রিয় ও শক্তিশালী দলের এমন বিশ্রী পারফরম্যান্স করে বেরিয়ে যাওয়া হতাশ করিয়েছে দলের বহু সমর্থকদের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ব্যর্থতা প্রসঙ্গে বক্তব্য রাখেন ধোনি। তিনি বলেন, “আমরা স্কোরবোর্ডে লড়াকু টোটাল তুললেও আমরা প্রায় ১৫ রান মতো কম ছিলাম। আমি মনে করি যে আমাদের ক্যাচগুলি নেওয়া দরকার। ব্রেভিস ও স্যামের পার্টনারশিপ এক্সিলেন্ট ছিল। তবে আমরা শেষ চারটি বল খেলতে পারিনি এবং সেকেন্ড লাস্ট ওভারে আমরা ৪টি উইকেট হারাই। কোন গুরুত্বপূর্ণ ম্যাচে ৭টি বল মানে অনেকটা।”