দেবজিৎ মুখার্জি: চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়েলসের পর এবার চলতি আইপিএল অভিযান শেষ প্যাট কামিন্স নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদের। গতকাল বৃষ্টির ফলে অমীমাংসিতভাবে শেষ হয় তাদের ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ এবং এর জেরে চরম হতাশ হয়ে পড়েন দলের ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফ, সকলেই যদিও দিল্লির অবস্থাও এই মুহূর্তে খুব একটা ভালো নয়। পরিস্থিতি এমন যে এখন সবকটা ম্যাচই তাদের জন্য জেতা বাধ্যতামূলক।
তবে অরেঞ্জ আর্মির এই ব্যর্থতার জন্য পিচকে দায়ী করলেন দলের কোচ ড্যানিয়েল ভেত্তরি। প্রাক্তন কিউই তারকার মতে এবারের পিচগুলি আলাদা ছিল এবং ব্যাটাররা সুবিধা পাননি। এখানেই শেষ নয়, তিনি আরো দাবি করলেন যে ব্যাটিং বিভাগের সকলের মধ্যেই রান করার মানসিকতা ছিল, কিন্তু পরিস্থিতি অনুযায়ী খেলতে পারেননি। এছাড়া তিনি আরো জানান যে পিচ থেকে সাহায্য পেয়েছেন পেস বোলাররা এবং তাঁরাই ব্যাটসম্যানদের শুরুতে ধাক্কা দিতে সফল হয়েছেন।
সানরাইজার্স কোচ বলেন, “আমরা প্রতিটা ম্যাচেই আগ্রাসী ক্রিকেট খেলতে চেয়েছিলাম। কিন্তু পিচগুলো এবার আলাদা ছিল। সাহায্য পায়নি ব্যাটসম্যানরা। ছেলেদের মধ্যে রান করার মানসিকতা ছিল বলে আমি মনে করি। কিন্তু নির্দিষ্ট দিনে পরিস্থিতি অনুযায়ী কেমন খেলতে হবে, সেটা ওরা পারেনি। ২৫০ রান তোলার মতো পিচ দুটো ছিল। বাকি চারটেতে ফাস্ট বোলাররা সুবিধা পেয়েছে। স্পিনাররাও খুব একটা সাহায্য পায়নি। বরং পেস বোলিং শুরুতে ব্যাটিং অর্ডারে আঘাত আনতে পেরেছে।”
এরপর এবারের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন ভেত্তরি। তিনি বলেন, “অনেক আশা ছিল আমাদের কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে পারিনি। মিলেমিশে ভালো ক্রিকেট তুলে ধরা যায়নি। আজকে একটা ভালো স্টার্ট করেছিলাম, কিন্তু সেটা শেষ করা গেলোনা। প্রসঙ্গত, গতকালের ম্যাচে প্রথমে ফিল্ডিং করতে নেমে দিল্লিকে বড় চাপে ফেলে দেন হায়দ্রাবাদের বোলাররা। অধিনায়ক প্যাট কামিন্সের বোলিংয়ের সামনে রীতিমতো তাসের ঘরের মতো ভাঙতে শুরু করে দিল্লির ব্যাটিং অর্ডার। যোগ্য সাথ দেন উনারকাতও। তবে শেষে ট্রিষ্টান স্টাবস ও আশুতোষ শর্মার দুর্দান্ত পার্টনারশিপ দলকে এক সম্মানজনক টোটালে আনতে সাহায্য করে। নির্ধারিত ২০ ওভার শেষে কেএল রাহুলদের স্কোর দাঁড়ায় ৭ উইকেট ১৩৩। এরপর বৃষ্টি হওয়ায় বিন্দুমাত্র বল গড়ায়নি দ্বিতীয়ার্ধে এবং পয়েন্ট ভাগাভাগি হয় দুই দলের মধ্যে।