“খেলবে বলে মনে হয়না” বিরাট-রোহিতের ওডিআই ওয়ার্ল্ডকাপ ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক সানি

“খেলবে বলে মনে হয়না” বিরাট-রোহিতের ওডিআই ওয়ার্ল্ডকাপ ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক সানি

দেবজিৎ মুখার্জি: “ওরা খেলবে বলে মনে হয়না” বিরাট-রোহিতের ওডিআই ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে বড় দাবি করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার সানি, ওরফে সুনীল গাভাস্কার। কিংবদন্তি ক্রিকেটারের মতে দুজনে ৫০ ওভারের ক্রিকেটে প্রভাবশালী ক্রিকেটার হলেও নির্বাচক কমিটি তাঁদের রাখবে কিনা সন্দেহ। এছাড়া সানি যে তাঁরা কোন অবদান রাখতে পারবেন কিনা, সেই প্রশ্নও তোলেন। যদিও তিনি এটাও পরিষ্কার করে দেন যে পরবর্তী বছর যদি শতরানের পর শতরান হাঁকান দুজনে, তাহলে তাঁদের বাদ দেওয়া অসম্ভব। দেখতে গেলে, সানির বক্তব্যে একপ্রকার অনিশ্চয়তা রয়েছে দুজনের দলে থাকা নিয়ে।

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হতাশ করে সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন হিটম্যান, ওরফে রোহিত শর্মা। নিজের ইনস্টাগ্রাম স্টোরি থেকে এই ঘোষণাটি করেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন বিরাট কোহলি। নিজের ইনস্টাগ্রাম থেকে একটি পোস্ট করে এই ব্যাপারে তিনি সকলকে জানান। এরপরই চারিদিকে প্রশ্ন উঠতে শুরু করে যে দুজনে আদৌ একদিনের ক্রিকেটে বেশিদিন থাকবেন কিনা। একপক্ষের দাবি দুজনে পরবর্তী ওডিআই বিশ্বকাপের আগেই অবসর নেবেন। আবার আরেকপক্ষের মতে দুই তারকা ক্রিকেটারই খেলা চালিয়ে যাবেন। বলতে গেলে, রোহিত বিরাট দুজনেই এই মুহূর্তে হয়ে উঠেছেন ‘টক অফ দা টাউন’।

এবার এই ব্যাপারে ময়দানে নামলেন সুনীল গাভাস্কার। তিনি স্পষ্ট জানেন যে পরবর্তী ওডিআই বিশ্বকাপ হয়তো নাও খেলতে পারেন রোহিত ও বিরাট। এখানেই শেষ নয়, কিংবদন্তি ক্রিকেটার এটাও পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে দুজনের পারফরম্যান্সের উপর নির্ভর করছে সবকিছু। সানি বলেন, “দুজনেই ভালো প্লেয়ার এই ফরম্যাটের। কিন্তু ২০২৭ সালের বিশ্বকাপে কি নির্বাচক কমিটি ওদের রাখবে? কোন অবদান রাখতে পারবে দলের হয়ে? তারা যদি মনে করে তাহলে সেটা একরকম ব্যাপার। কিন্তু কেউ বলতে পারেনা পরের বছর কি হবে। যদি ওরা দুজনে সেঞ্চুরির পর সেঞ্চুরি করতে থাকে, তাহলে ভগবানও ওদের বাদ দিতে পারবেনা।” বিরাটের অবসর প্রসঙ্গে আলাদা করে সানি বলেন, “এটা আমাকে অবাক করেনি কারণ অস্ট্রেলিয়ায় যেটা ঘটেছে, তার জন্য দরকার ছিল একটা বদলের।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত নির্বাচক কমিটি কি সিদ্ধান্ত নেয় এই দুই তারকা ক্রিকেটারকে নিয়ে। দুজনে কি থাকবে পরবর্তী বিশ্বকাপের দলে? তা বলবে সময়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *