দেবজিৎ মুখার্জি: জিও ব্যবহারকারীদের জন্য সুখবর! বিনোদন এবার হাতের মুঠোয়। মূল্য মাত্র ১০০ টাকা। তাও আবার ৯০ দিনের ডিউরেশন। কিসের কথা বলা হচ্ছে এখানে? আসন্ন আইপিএলের থ্রিল জমিয়ে উপভোগ করতে পারবেন তাঁরা। এমনিতেই এই টুর্নামেন্টের অপেক্ষায় রয়েছে গোটা ক্রিকেট-বিশ্ব, তার উপর জিওর দেওয়া এই খুশির খবর যেন ঠিক সোনায় সোহাগার মতো ব্যাপার তাঁদের কাছে।
দোড়গোড়ায় ভারতীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ওরফে আইপিএল। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই দলে জায়গা করাকে টার্গেট বানিয়ে একেবারে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে সকল অংশগ্রহণকারী দলের ক্রিকেটার। ঘন্টার পর ঘন্টা চলছে নেটে অনুশীলন। পাশাপাশি, তাঁরা সকলেই নিচ্ছেন এক্সপার্টদের পরামর্শ। লক্ষ্য একটাই আর সেটা হলো ভালো পারফরম্যান্স। এছাড়া দলের ট্রফি জেতার বিষয় তো রয়েছেই। সবমিলিয়ে, এটা পরিষ্কার যে কেউই কাউকে এক ইঞ্চি জমি ছাড়বেনা এবং সেক্ষেত্রে এটা স্পষ্ট যে প্রায় প্রতিটি ম্যাচেই হার্ড হিটিং ক্রিকেট দেখা যাবে দলগুলির তরফ থেকে।
এই আগ্রাসী ও রোমাঞ্চকর ক্রিকেট দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা দেশ। বলতে গেলে, গোটা বিশ্ব এই মুহূর্তে অপেক্ষা করছে ২২শে মার্চের। সেদিন টেলিভিশনের পর্দায় জমে যাবে সবার চোখ। ৮ থেকে ৮০, প্রায় সকলেই মজা নেবেন আইপিএলের। এখন থেকেই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে প্রেডিকশনের বন্যা। কেউ বলছেন আবারো কেকেআর বাজিমাত করবে। আবার অনেকের মতে এবার বিরাট-রোহিত-ধোনিদের মধ্যে কেউ ট্রফি নিয়ে যাবে। সবমিলিয়ে, এই মুহূর্তে চারিদিকে ছড়িয়ে গেছে ‘আইপিএল ফিভার’। পাড়ার চায়ের দোকানে থেকে গোলিতে রকের আড্ডা, সবেতেই এখন আইপিএল হয়ে উঠেছে আলোচনার বিষয়।
তবে টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের ব্যবহারকারীদের ‘গুড নিউজ’ দিল জিও। কি খবর দিল তারা? এবার মাত্র ১০০ টাকায় জিও ইউজাররা ৯০ দিন আইপিএল ক্রিকেট উপভোগ করতে পারবে। ব্যাপারটা ঠিক কি? জিওর তরফ থেকে একটি প্ল্যান চালু করা হয়েছে যেখানে, যারা জিও ব্যবহারকারী বা ব্যবহারকারী নন, তাঁরা ১৭-৩১ মার্চ ২৯৯ বা তার বেশি টাকায় ৯০ দিন অ্যাক্সেস পাবেন জিও হটস্টারের। তবে নতুনদের তার জন্য সিম নিতে হবে। এবার আসা যাক ১০০ টাকার বিষয়টিতে। যারা জিও ব্যবহারকারী ও নির্ধারিত টাকায় সিম রিচার্জ করে ফেলেছেন, তাঁরা ১০০ টাকার অ্যাড-অন প্যাকের মাধ্যমে এই পরিষেবাটি সহজেই পাবেন। তবে প্যাকটি অ্যাকটিভ হবে ২২শে মার্চ থেকে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কতজন এই পরিষেবাটি নেন।