নিউজ ডেস্ক: “কি দুর্দান্ত একটা রাত ছিল! সকলের সঙ্গে সেলিব্রেট করেছি।” নিজের জীবনের প্রথম খেতাব জেতার পর এমনটাই দাবি করলেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার, তথা অধিনায়ক, হ্যারি কেন। তিনি জানালেন যে সকলেই সকালে একটু রাফ বোধ করছেন ঠিকই, তবে তাঁর বেশ ভালই লাগছে। এখানেই শেষ নয়, তিনি এটাও স্পষ্ট করে দেন যে এটি তাঁর জীবনের প্রথম খেতাব এবং তা জিতে বেশ ভালই লাগছে।
আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটার পর থেকেই বেশ ভালই পারফর্ম করে চলেছেন হ্যারি কেন। একা নিজের কাঁধের উপর দায়িত্ব নিয়ে তিনি বহুবার নিজের দল ও ক্লাবকে জয় তুলে দিয়েছেন। রোনাল্ডো-মেসিদের জামানায় তিনিও কোন অংশে কম যাননা। তাঁর ভক্তের সংখ্যাও প্রচুর গোটা বিশ্বজুড়ে। অনেকে মনে করছেন যে তাঁর হাত ধরেই ইংল্যান্ড ফুটবল দল দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে পারে। এখানেই শেষ নয়, অনেকে এটাও মনে করেন যে তিনি ইংল্যান্ড ফুটবলকে এক আলাদা জায়গায় নিয়ে যাবেন।
তবে এত সাফল্যের মাঝেও হ্যারিকে একটি কথা বারবার শুনতে হতো সমালোচকদের তরফ থেকে। অনেকেই বলতেন যে এতকিছুর পরও তিনি নিজের দলকে বা ক্লাবকে খেতাব জিতিয়ে দিতে পারছেন না। সম্প্রতি, ইংল্যান্ড অধিনায়ক এই বিষয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেন এবং জানান যে কয়েকজনকে চুপ করাতে পারলে ভালো হয়। যেমন কথা তেমন কাজ। ফ্রেইবার্গের বিরুদ্ধে লেভারকুসেন ড্র দিয়ে শেষ করায় আনন্দে ফেটে পড়েন মিউনিকের সমর্থকেরা। দল হয় জার্মান সেরা। ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে হ্যারি কেনকে দেখা যায় সাফল্য উদযাপন করতে।
এবার আরো একটি ভিডিও ভাইরাল হয় চারিদিকে। ইংল্যান্ড অধিনায়ক নিজের ইনস্টাগ্রাম থেকে সেই ভিডিওটি শেয়ার করেন। সেখানে হ্যারিকে বলতে শোনা যায়, “গতকাল কি রাত ছিল। কি দারুনভাবে উদযাপন করেছি খেলোয়াড়, স্টাফেদের সঙ্গে। আমি শিওর সকলেই এই সকালে একটু রাফ অনুভব করছেন। অনেক পরিশ্রম ও ডেডিকেশনের পর এখানে আসা সম্ভব হয়েছে। জীবনের প্রথম খেতাব জিতে বেশ দারুন লাগছে।” এরপরই হ্যারির ভক্তরা কমেন্ট করতে শুরু করেন। অনেকে ফের তাঁকে অভিনন্দন জানান। আবার অনেকে এটাও মনে করিয়ে দেন যে এখনো লম্বা একটা রাস্তা অতিক্রম করতে হবে তাঁকে। তবে দিনের শেষে এই ভিডিও আনন্দ দিয়েছে ফুটবলপ্রেমীদের।