“গিল অনভিজ্ঞ” ইংল্যান্ডে টেস্ট সিরিজের আগে দাবি মঈনের

“গিল অনভিজ্ঞ” ইংল্যান্ডে টেস্ট সিরিজের আগে দাবি মঈনের

দেবজিৎ মুখার্জি: ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে বড় দাবি করে বসলেন দলের প্রাক্তন স্পিনার অলরাউন্ডার মঈন আলি। যদিও নিজের দল প্রসঙ্গে নয়, এই বক্তব্যটি তিনি রাখেন টিম ইন্ডিয়ার জন্য। প্রাক্তন ইংলিশ তারকার মতে শুভমান গিল অনভিজ্ঞ এবং তাঁর পরিবর্তে নেতৃত্বের দায়িত্ব দেওয়া উচিত দলের তারকা পেসার জাস্প্রিত বুমরাহের কাঁধে। যদিও তিনি এটাও পরিষ্কার করে দেন যে বুমরাহের চোটের কথা মাথায় রেখে আসন্ন সিরিজে তাঁকে নাও পাওয়া যেতে পারে।

আইপিএল শেষ হলেই টিম ইন্ডিয়া ইংল্যান্ডের মাটিতে খেলতে নামবে টেস্ট সিরিজ। তার আগে এই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন রোহিত শর্মা। যদিও তিনি একা নন, তার পাঁচদিন পর সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথার জানান বিরাট কোহলিও। স্বাভাবিকভাবেই, দুই অভিজ্ঞ ও তারকা ক্রিকেটারের হঠাৎ সরে দাঁড়ানো একটা বড় ধাক্কা দিয়েছে দল সহ গোটা বোর্ডকে। পাশাপাশি, কে দেবে দলকে নেতৃত্ব, তা নিয়েও একটা চিন্তা চলছে বোর্ডের মধ্যে। এরই মাঝে উঠে আসে শুভমান গিলের নাম। অনেকে মনে করছেন তিনি যোগ্য উত্তরসূরী।

তবে এমনটা একেবারেই মনে করছেন না ইংল্যান্ডের প্রাক্তন তারকা স্পিনার অলরাউন্ডার মঈন আলি। তাঁর মতে গিল অনভিজ্ঞ এবং এই দায়িত্ব দেওয়া উচিত বুমরাহকে। স্কাই স্পোর্টসে তিনি বলেন, “আমি মনে করি গিলকেই অধিনায়কের দায়িত্বটা দেওয়া হবে। আদর্শভাবে দেখতে গেলে বুমরাহকে এই দায়িত্ব দিতে চাইবে বোর্ড। যেমন অভিজ্ঞতা রয়েছে, তেমনি ভালো নেতাও। কিন্তু ওর চোটের কথা মাথায় রেখে ওকে হয়তো পুরো সিরিজে নাও দেখা যেতে পারে। আমার মতে দায়িত্বটা এমন একজনকে দেওয়া হবে যার টেস্টে রেকর্ড মোটামুটি ভালো। গিলের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটা আছে কারণ ও আইপিএলে গুজরাট টাইটানসের অধিনায়ক। অভিজ্ঞতাটা কম ঠিকই, তবে বুদ্ধি আছে। তবে ইংল্যান্ডের যা কন্ডিশন, সেই অনুযায়ী এটা বড় চ্যালেঞ্জ হবে।”

উল্লেখ্য, লিমিটেড ওভার ফরমেটে ভালো পারফর্ম করলেও টেস্টে শুভমান গিলের রেকর্ড খুব একটা ভালো নয়। এখনো পর্যন্ত ৩২টি টেস্ট খেলেছেন তিনি এবং তাঁর গড় ৩৫। বিদেশের মাটিতে সেটি ২৯। এটি তাঁর দ্বিতীয় ইংল্যান্ড সফর হবে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত বোর্ড নেতৃত্বের দায়িত্ব কাকে দেয়। গিল কি পাবেন সেটা? কি হবে শেষ পর্যন্ত? তা জানা যাবে আর কিছুদিনের মধ্যে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *