টুর্নামেন্ট ফের শুরু হতে পারে জেনে প্রস্তুতি গুজরাটের ও পাঞ্জাবের

টুর্নামেন্ট ফের শুরু হতে পারে জেনে প্রস্তুতি গুজরাটের ও পাঞ্জাবের

দেবজিৎ মুখার্জি: শীঘ্রই ফের শুরু হতে পারে আইপিএল। বোর্ডের এমন নির্দেশ মাথায় রেখে অনুশীলনে নেমেছেন গুজরাট টাইটানসের ক্রিকেটাররা। যদিও শুধু গুজরাট একা নয়, বিমানে উঠে নেমে এসেছিলেন পাঞ্জাব কিংসের হেড কোচ রিকি পন্টিংও। জানা যাচ্ছে দ্রুতই ফ্রাঞ্চাইজির তরফ থেকে দলের অন্যান্য ক্রিকেটারদের ফিরিয়ে আনা হতে পারে। অর্থাৎ নির্দেশ আসার পর নিজেদের সবদিক দিয়ে প্রস্তুত রাখতে চাইছে এই দুই দল। বলতে গেলে, খেতাবকে পাখিরচোখ করে এখন থেকেই যাবতীয় অনুশীলন করতে নামছে তারা।

ভারত-পাক যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার আঁচ করে ক্রিকেটেও। অবস্থা সঠিক না বুঝতে পেরে এবং নিরাপত্তার কথা মাথায় রেখে আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ডের তরফ থেকে। এরপরই তড়িঘড়ি ক্রিকেটাররা নিজেদের বাড়ি ফিরে যান। তবে দেশের ক্রিকেটপ্রেমীরা বেশ হতাশ হন। বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তী সিদ্ধান্ত স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে। এমন পরিস্থিতিতে গোটা দেশই পাকিস্তানকে দোষারোপ করেন এই দিনটির জন্য। 

তবে দ্রুতই সকলের মুখের হাসি চওড়া হয়। বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে একসপ্তাহের মধ্যে ফের শুরু হতে পারে আইপিএল। খবর জানাজানি হতেই আনন্দে মেতে ওঠেন দেশের ক্রিকেটপ্রেমীরা। সকলেই এই খুশির খবরটি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শেয়ার করেন পোষ্টের মাধ্যমে। বিস্তারিতভাবে বলতে গেলে, এই মুহূর্তে ৮ থেকে ৮০ সকলেই মুখিয়ে রয়েছেন ফের বল গড়ানোর দিকে। উন্মাদনা একেবারে তুঙ্গে পৌঁছে গেছে ক্রিক-লাভারদের। সবাই এখন দিন গুণছেন।

আইপিএল ফের শুরু হতে পারে, এমন নির্দেশ পাওয়ায় অনুশীলনে নেমে পড়েছে শুভমান গিল নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। অন্যদিকে, পাঞ্জাব হেড কোচ রিকি পন্টিং বিমান থেকে ফিরে এসেছেন। পিবিকেএস এই মুহূর্তে তৈরি হচ্ছে দলের অন্যান্য ক্রিকেটারদের ফিরিয়ে আনার ব্যাপারে কারণ অনেকেই টুর্নামেন্ট স্থগিত হওয়া জেনে নিজেদের বাড়ি ফিরে গিয়েছেন। এই প্রসঙ্গে পাঞ্জাবের সিইও সতীশ মেনন বলেন, “রিকি ও ব্রাডকে ধন্যবাদ। ওরা একটা উদাহরণ তৈরি করেছেন। বোর্ডের নির্দেশের অপেক্ষায় রয়েছি। পেলেই ক্রিকেটারদের ফিরিয়ে আনব।” অন্যদিকে, গুজরাট শিবির সম্পর্কে জানা গিয়েছে যে দলের ক্রিকেটাররা অনুশীলনে নেমেছেন ও ছন্দে রয়েছেন এবং মাঠে নামার জন্যও প্রস্তুত। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত আবার কবে শুরু হয় টুর্নামেন্ট। তা জানা যাবে আর কিছুদিনের মধ্যে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *