নিউজ ডেস্ক: “আজকের গোলটা একদম নিখুঁত ও দারুন ছিল” লা লিগা জিতে ল্যামিন ইয়ামাল প্রসঙ্গে এমনটাই দাবি করলেন বার্সেলোনার কোচ, তথা ম্যানেজার, হ্যানসি ফ্লিক। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বার্কা কোচের বক্তব্য, এমন গোল তরুন তারকা এর আগে অনেকবার করেছেন কিন্তু এদিনের ম্যাচের গোলটা ছিল একেবারে পারফেক্ট। যদিও এই জয়ের জন্য তিনি একা স্প্যানিশ তারকাকে ক্রেডিট দিচ্ছেন না। তিনি এটাও স্পষ্ট বুঝিয়ে দেন যে দলের সকল ফুটবলারই দারুন পারফর্ম করেছেন ও নিজেদের সেরাটা দিয়েছেন মাঠে।
বৃহস্পতিবার, ১৫ই মে, এস্প্যানিওলের বিরুদ্ধে কাতালুনিয়া ডারবি খেলতে নামে বার্সেলোনা। ম্যাচটি খেলা হয় বার্কার ঘরের মাঠ আরসিডিই স্টেডিয়ামে। যেমনটা চাওয়া হয়েছিল ঠিক তেমনটাই করে দেখায় হোম টিম। জয় পেয়ে ফের স্প্যানিশ ত্রিমুকুট নিজেদের ঝুলিতে তুললো বার্কা। ম্যাচের ফলাফল ২-০। প্রথম গোলটি আসে ইয়ামালের মাধ্যমে ৫৩ মিনিটে এবং দ্বিতীয়টি একেবারে অন্তিম লগ্নে অতিরিক্ত সময়ে। গোলদাতা ছিলেন লোপেজ। স্টেডিয়ামে উপস্থিত বার্সেলোনার সমর্থকেরা একেবারে আনন্দে ফেটে পড়েন এই জয় পেয়ে। বলতে গেলে, এক আলাদা এই রূপ নেয় আরসিডিই স্টেডিয়াম।
তবে এদিনের ম্যাচে বার্সেলোনার সকল ফুটবলার ভালো খেললেও দলের কোচ হ্যান্সি ফ্লিকের সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে ল্যামিন ইয়ামালের গোল। দ্বিতীয়ার্ধ শুরুর কয়েক মিনিটের মধ্যে গোল করে তিনি দলকে এগিয়ে দিয়েছিলেন। এই গোল একেবারে খুঁতহীন বলে মনে করেন হ্যান্সি। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এবং এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন। তিনি জানান কিভাবে স্প্যানিশ তারকা রোজ অনুশীলন করেন এই ধরনের গোল নিয়ে। পাশাপাশি, আরো একাধিক বিষয়ও নিজের বক্তব্য রাখেন।
হ্যান্সি ফ্লিক বলেন, “এই ধরনের গোল ল্যামিন ইতিমধ্যে অনেকগুলি করেছে। এই মুভ ও প্রতিদিন প্র্যাকটিস করে। তবে আজকের গোলটা দারুন ছিল। একেবারে নিখুঁত। তবে এটা বার্সেলোনার লা লিগা। ও দলের জন্য গুরুত্বপূর্ণ হলেও আমরা একটা টিম আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। সকলেই নিজেদের দায়িত্ব ভালোভাবে পালন করেছে। এটাই আমরা সকলের থেকে চেয়েছিলাম। আমরা ক্লাবের বেস্ট ভার্সনটা দিয়েছি। দলের সকল সমর্থক গর্ব করতে পারবে। মরশুমের দ্বিতীয়ার্ধে আমরা দারুণ ফুটবল খেলেছি এবং একটাও ম্যাচ হারিনি। এটা একটা দারুণ ব্যাপার। আমরা যা অ্যাচিভ করেছি তার জন্য খুশি।”