দেবজিৎ মুখার্জি: সময়টা একেবারেই ভালো যাচ্ছেনা চেন্নাই সুপার কিংসের। লাগাতার ব্যর্থতার মুখ দেখতে হচ্ছে তাদের। এমনকি ধোনি অধিনায়কত্বের দায়িত্ব নেওয়া সত্বেও পরিস্থিতি পাল্টায়নি। দলের অবস্থা সেই একই রয়ে গেছে। পরাজয়ের পর পরাজয়ের জেরে ছিটকে গেছে তারা টুর্নামেন্ট থেকে। এই মুহূর্তে দলের প্রধান লক্ষ্য মানরক্ষার ম্যাচগুলি জয় দিয়ে শেষ করা। কিন্তু তাতেও সাফল্যের মুখ দেখতে পাচ্ছেনা তারা। ফের তারা পরাজিত হলো আরসিবির কাছে। জয়ের দোরগোড়ায় এসেও ম্যাচ নিজেদের নামে করতে পারলোনা তারা। মাত্র ২ রানে জয় পান বিরাট কোহলিরা।
তবে এই ব্যর্থতার মাঝেও সিএসকের সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছেন ১৭ বছর বয়সী আয়ুষ মাত্রে। রজত পতিদারদের বিরুদ্ধে তিনি খেলেন একটি দুর্দান্ত ইনিংস। অল্পের জন্য বঞ্চিত হন সেঞ্চুরি থেকে। ৪৮ বল খেলে তিনি করেন ৯৪, রান যার মধ্যে ছিল ৯টি চার এবং ৫টি ছয়। লুঙ্গি এনগিডির বলে তিনি ফিরে যান প্যাভিলিয়নে। এরপরই রানের গতি থেমে যায় চেন্নাইয়ের এবং শেষ মুহূর্তে বাজিমাত করে আরসিবি। তবে আয়ুশের এই আগ্রাসী ইনিংস মন জয় করেছে প্রাক্তন ক্রিকেট তারকা থেকে শুরু করে দেশের ক্রিকেটপ্রেমী সকলকেই।
এবার আয়ুষকে নিয়ে নিজের অবস্থান জানালেন সিএসকে হেড কোচ স্টিফেন ফ্লেমিং। তরুণ ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন কিউই তারকা। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ফ্লেমিং দাবি করেন যে আয়ুষের মধ্যে সেই সবকিছু আছে যা বর্তমান প্রজন্মের টি২০ ক্রিকেটারদের মধ্যে পছন্দ করেন সকলে। এখানেই শেষ নয়, তিনি আরো দাবি করেন আয়ুসের মধ্যে ট্রায়ালের পর আইপিএলের মতো বড় মঞ্চে পারফর্ম করার টেমপারমেন্টে তিনি মুগ্ধ।
প্রেস কনফারেন্সে ফ্লেমিং বলেন, “আয়ুষের মধ্যে ট্যালেন্ট রয়েছে। ওর সুইং ও হ্যান্ড-আই কোড়ডিনেশন বেশ ভালো। ও আগ্রাসী। ওর মধ্যে সেই সবকিছু আছে যা বর্তমান প্রজন্মের টি২০ ক্রিকেটারদের মধ্যে পছন্দ করেন সকলে। তবে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে ট্রায়ালের পর বড় মঞ্চে পারফর্ম করার আয়ুষের সেই টেম্পারমেন্ট।” সমাজমাধ্যমগুলিতে আয়ুষের এই মারমুখী ইনিংস ছড়িয়ে পড়াতে অনেকেই দাবি করেছেন যে আগামীদিনে ভারতীয় ক্রিকেটের এক বড় নাম হয়ে ওঠার ক্ষমতা রয়েছে তাঁর। আবার অনেকে এটাও দাবি করেছেন যে এখনো অনেককিছু শেখা বাকি রয়েছে। এবার দেখার বিষয় যে মরশুম শেষে আরো কি করে দেখাতে পারেন এই তরুণ ক্রিকেটার।