“ও প্রস্তুতি নিচ্ছিল” বিরাটের অবসর প্রসঙ্গে বিস্ফোরক শরণদীপ

“ও প্রস্তুতি নিচ্ছিল” বিরাটের অবসর প্রসঙ্গে বিস্ফোরক শরণদীপ

দেবজিৎ মুখার্জি: “ও প্রস্তুতি নিচ্ছিল” ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার আগে বিরাট কোহলির অবসর প্রসঙ্গে এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার, তথা দিল্লি দলের রঞ্জি ট্রফির কোচ, শরণদীপ সিং। তিনি জানালেন যে ইংল্যান্ডের মাটিতে খেলতে নামার আগে বিরাট সবরকমভাবে নিজেকে তৈরি করছিলেন এবং ভারতীয় এ দলের হয়ে প্রস্তুতি নেওয়ার আগ্রহ পর্যন্ত দেখিয়েছিলেন। এখানেই শেষ নয়, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এটাও দাবি করেন যে আসন্ন সফরে তিনি ২০১৮ সালের মতো ৩-৪টে সেঞ্চুরি পর্যন্ত করতে চেয়েছিলেন। এই বক্তব্য সামনে আসায় অনেকেই মনে করছেন যে বিরাটকে হয়তো জোর করা হয়েছে অবসর নেওয়ার ক্ষেত্রে।

আইপিএল ২০২৫ শেষ হলে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই নির্বাচকরা মাথা লাগাতে শুরু করে দিয়েছেন দলগঠন নিয়ে। তবে তার মাঝেই ধাক্কা আসে। ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। সেই রেশ কাটতে না কাটতেই লাগে আরও একটি বড় ধাক্কা। টেস্ট ক্রিকেটকে চিরবিদায় জানানোর সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। নিজের ইনস্টাগ্রাম থেকে একটি পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানান কিং কোহলি। এরপরই ক্রিকেটপ্রেমীদের মনে একটা সন্দেহ জাগে যে আদৌ বিরাট মন থেকে রিটায়ার করতে চেয়েছিলেন নাকি তাঁকে সেটা করতে বাধ্য করা হয়। বিভিন্ন সমাজমাধ্যমে এই সংক্রান্ত পোস্ট এখনো ঘোরাফেরা করছে।

এবার এই প্রসঙ্গে বিস্ফোরক কথা তুলে ধরলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার, তথা দিল্লি দলের রঞ্জি ট্রফির কোচ, শরণদীপ সিং। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সকালে ওর অবসরের কথা শুনে আমি অবাক হলাম। বিশ্বাসই হচ্ছিলোনা। উজার করে দিয়েছিল নিজেকে রঞ্জি ম্যাচ খেলার জন্য। ইংল্যান্ড সফরের জন্য সবদিক দিয়ে নিজেকে প্রস্তুত করছিল। ওর সঙ্গে কয়েকদিন আগে পর্যন্ত আমার কথা হয়েছে। তখনো ওর থেকে এমন ইঙ্গিত পাইনি। ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ও কাউন্টি ক্রিকেট খেলতে ইচ্ছুক কিনা। ও তাতে জানায় যে ও প্রস্তুতি নেমে ভারতীয় এ দলের হয়ে। সবচেয়ে বড় ব্যাপার ২০১৮ সালের মতো বিরাট ৩-৪টে শতরান করতে চেয়েছিল।” এমন বক্তব্য প্রকাশ্যে আসতেই সন্দেহ আরো গাড়ো হয়ে যাচ্ছে ক্রিকেটপ্রেমীদের। অনেকেই মনে করছেন যে চাপে পড়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন চেজ মাস্টার। যদিও আসল সত্য কি, তা এখনো অজানা। এবার দেখার বিষয় আগামীদিনে আর কি তথ্য উঠে আসে বিরাট কোহলির অবসরের বিষয় নিয়ে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *