দেবজিৎ মুখার্জি: আজ বড় পরীক্ষা সদ্য অধিনায়ক হিসেবে নির্বাচিত হওয়া অক্ষর প্যাটেলের। আইপিএল ২০২৫এ দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন তিনি। সুতরাং এক বড় চ্যালেঞ্জ ও নতুন অধ্যায়ের সম্মুখীন হতে চলেছেন তিনি। তাঁর দল মুখোমুখি হবে তাঁরই দলের একসময়ের সতীর্থ ঋষভ পান্থের লখনৌ সুপার জায়েন্টসের। তবে তার আগে নিজের নেতৃত্ব নিয়ে মুখ খুললেন অক্ষর। তিনি দাবি করেন যে এই দায়িত্ব সম্পর্কে তিনি আত্মবিশ্বাসী এবং গর্বিত। এখানেই শেষ নয়, তিনি এটাও স্পষ্ট করে দেন যে ফলের পরোয়া না করে পরিস্থিতি অনুযায়ী এগিয়ে যাবে দল।
সোমবার, ২৪শে মার্চ, বিশাখাপত্তনমের রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবে এলএসজি ও ডিসি। দুই দলের ক্রিকেটাররাই খাতা খোলার জন্য জোরদার প্রস্তুতি চালাচ্ছে নেটে। ম্যাচকে ঘিরে বেশ আগ্রহ রয়েছে দুই দলের সমর্থকদের মধ্যে। তাছাড়া ক্রিকেটপ্রেমীদের একাংশ দাবি করছেন যে বাজিমাত করতে পারে দিল্লি, আবার অনেকের মতে পান্থ বাহিনিও ম্যাচ নিজেদের নামে করে নিতে পারে। সবমিলিয়ে, এই ম্যাচ প্রসঙ্গে মিক্সড রিঅ্যাকশন আসছে চারিদিক থেকে।
কিন্তু এই ম্যাচে ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেট তারকারা মনে করছেন বিশেষ আকর্ষণ অক্ষর প্যাটেল। ২০১৯ সাল থেকে তিনি দিল্লির হয়ে আইপিএলে খেলছেন এবং এই বছর ঋষভ পান্থের জায়গায় তাঁকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে পান্থ চলে গিয়েছেন লখনৌ দলে। সুতরাং দুই সতীর্থ আজ একে অপরের বিরুদ্ধে নামবে ময়দানে। পান্থ আগে দলকে নেতৃত্ব দিয়েছেন, তবে অক্ষর এই প্রথমবার এমন দায়িত্ব সামলাবেন। সেক্ষেত্রে তিনি কেমন লিড করেন দলকে, সেটার দিকে নজর থাকবে সকলের।
তবে মহাযুদ্ধে নামার আগে নিজের নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে মুখ খোলেন অক্ষর। তিনি বলেন, “যখন আমাকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঘোষণা করা হয়, তখন আমি সত্যিই আত্মবিশ্বাসী যে আমি এই কাজটা করে দেখাতে পারবো। আমি ২০১৯ সাল থেকে এই দলের হয়ে খেলছি। আমি একজন ক্রিকেটার হিসেবে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে উন্নতি করে দেখাবো। এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত। গত ১৭ বছর ধরে আমরা এই ট্রফির জন্য লড়াই করছি। তবে পরিণতি কি হবে তা নিয়ে বেশি আমরা চিন্তা করিনা। পরিস্থিতি যা হবে সেই অনুযায়ী এবং যতটা আমাদের মধ্যে রয়েছে, তা দিয়েই খেলবো।” এবার দেখার বিষয় যে অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে দাগ কাটতে পারেন কিনা অক্ষর। কি হবে শেষ পর্যন্ত? তা বলবে সময়।