দেবজিৎ মুখার্জি: আবারো মুখের হাসি চওড়া হতে পারে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। একসপ্তাহ পর ফের শুরু হতে পারে দেশের জনপ্রিয় ফ্র্যঞ্চাইজি লিগ আইপিএল। খবরটি জানাজানি হতেই উন্মাদনা পৌঁছে গেছে সকলের। ৮ থেকে ৮০, প্রায় সকলেই মুখিয়ে রয়েছে সেদিকে। বলতে গেলে, আইপিএল স্থগিত রাখার খবরে যেভাবে হতাশ হয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা, ফের শুরু হওয়ার সম্ভাবনার কথা শুনতেই ম্লান হয়ে যাওয়া হাসি ফের উজ্জ্বল হয়ে ওঠে। এখানেই শেষ নয়, এমনকি বাড়ি ফিরে যাওয়া বিদেশি তারকাদেরও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পহেলগাঁওতে ভারতীয় পর্যটকদের উপর পাক সন্ত্রাসবাদীদের হামলা ও তাঁদের হত্যার ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় দুই দেশ। অবস্থা এতটাই উগ্র হয়ে ওঠে শেষ পর্যন্ত যুদ্ধের পরিবেশ তৈরি হয়। ক্ষুব্ধ ভারত পাকিস্তানের একাধিক অঞ্চলে হামলা চালায়, যা দেখে খুশি হয় দেশের জনতা। সকলেই কুর্নিশ জানান ভারতীয় সেনাবাহিনীতে। পাশাপাশি, কেন্দ্র সরকারের এই পদক্ষেপের প্রশংসাও করেন। বলতে গেলে, আনন্দে মেতে ওঠে গোটা দেশ। আপাতত যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।
তবে এর প্রভাব পড়ে ক্রিকেটে। পরিস্থিতি সুবিধাজনক না দেখে শেষ পর্যন্ত স্থগিত করা হয় আইপিএল। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এর সঙ্গে এটাও পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয় যে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বহু দেশী ও বিদেশী ক্রিকেটার নিজেদের বাড়িতে ফিরে যান। এমন সিদ্ধান্তে চরম হতাশ হয়ে পড়েন দেশের ক্রিকেটপ্রেমীরা। সকলেই পাকিস্তানকে দোষারোপ করেন এমন পরিস্থিতির জন্য। পাশাপাশি, প্রার্থনা করেন যেন দ্রুত টুর্নামেন্ট শুরু হয়।
তবে এবার মুখের হাসি ফিরতে চলেছে ক্রিকেটপ্রেমীদের। বোর্ডে তরফ থেকে ইতিমধ্যেই পরিকল্পনা করা শুরু হয়ে গেছিল যে একসপ্তাহের মধ্যে টুর্নামেন্ট শুরু হলে কোন মাঠগুলিতে খেলা হবে। এই প্রসঙ্গে এক বিসিসিআই সূত্র ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে পূর্ব ও দক্ষিণ ভারতে আয়োজন করতে চাইছে বোর্ড, যার মধ্যে রয়েছে কলকাতাও। কিন্তু এবার এলো আরো বড় খুশির সংবাদ। বিদেশী তারকা যারা নিজেদের বাড়ি ফিরে গিয়েছেন, তাঁদেরকে একসপ্তাহের মধ্যে আইপিএল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কবে ফের শুরু হয় টুর্নামেন্ট। কি হবে শেষ পর্যন্ত? তা জানা যাবে আর কিছুদিনের মধ্যে।