রিংকুকে থাপ্পড় কুলদীপের! কেন?

রিংকুকে থাপ্পড় কুলদীপের! কেন?

দেবজিৎ মুখার্জি: কলকাতা বনাম দিল্লি ম্যাচে ঘটলো এক বড় নিন্দনীয় কান্ড। নাইট তারকাকে থাপ্পড় দিল্লি তারকার, যার জেরে ক্ষুব্ধ হন সেই নাইট তারকা সহ দেশের বহু ক্রিকেটপ্রেমী মানুষ। চোখের নিমেষে ভাইরাল হয়েছে সেই ভিডিও এবং এরপরই শুরু হয় নিন্দার বন্যা। অনেকে দিল্লি ক্যাপিটালসের সেই তারকা ক্রিকেটারের নির্বাসনের দাবিও তোলেন। যদিও আসল ঘটনাটি ঠিক কি বা কেন এমনটা হলো, এই প্রসঙ্গে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে সবমিলিয়ে, এই বিষয়টি এখন হয়ে উঠেছে চারিদিকে এক বড় আলোচনার বিষয়।

মঙ্গলবার, ২৯শে এপ্রিল, দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে তাদের বিরুদ্ধে খেলতে নামে কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে এক বিশাল টার্গেট দেয় দিল্লিকে। সেই লক্ষ্যমাত্রার কাছাকাছি এলেও শেষ পর্যন্ত তা পূরণ করতে সফল হননি অক্ষর প্যাটেল ও তাঁর বাহিনী। সুনীল নারীনের ম্যাজিকের সামনে মাথানত করতে বাধ্য হয় হোম টিমের ব্যাটাররা। শেষে রীতিমতো তাসের ঘরের মতো গুঁড়িয়ে যায় তাদের ব্যাটিং অর্ডার। বলতে গেলে, একেবারে তীরে এসে তরী ডোবে দিল্লির। ১৪ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে কেকেআর। ম্যাচের সেরা ঘোষণা করা হয় নারীনকে।

তবে ঘটনাটির সূত্রপাত ম্যাচের শেষে। জয় পেয়ে খুশি কলকাতার ক্রিকেটাররা। দুই দলের ক্রিকেটাররা নিজেদের মধ্যে গল্প করছিলেন। হঠাৎ দিল্লির তারকা স্পিনার কুলদীপ যাদব একটি থাপ্পড় মারেন কেকেআরের তারকা পিঞ্চ হিটার ব্যাটার রিংকু সিংকে। একটি নয়, একেবারে দুটি থাপ্পড় বসান রিংকুর গালে। সেই ভিডিওটি ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। তাতে দেখা যাচ্ছে যে হঠাৎ থাপ্পড় খেয়ে ক্ষুব্ধ হয়েছেন রিঙ্কু। এরপরই কমেন্ট বক্সে শুরু হয় নিন্দা। অনেকে দাবি করেছেন যে মজার ছলে হলেও এমনটা করা উচিত হয়নি কুলদীপের। আবার অনেকে কুলদীপকে নির্বাসনের দাবিও তোলেন। সবমিলিয়ে, চারিদিকে এখন চলছে কুলদীপের নিন্দা। যদিও কেনই বা থাপ্পর বসালেন কুলদীপ, সেই ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।

উল্লেখ্য, এটি প্রথমবার নয়, এর আগেও আইপিএলে ঘটেছে চর-কান্ড। তখন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিংয়ের বিরুদ্ধে তাঁর তৎকালীন সতীর্থ শ্রীশান্তকে থাপ্পর মারার অভিযোগ ওঠে। এই ঘটনা জানাজানি হতেই তীব্র নিন্দা ধেয়ে আসে হরভজনের দিকে চারিদিক থেকে। যদিও পড়ে ব্যাপারটি মিটমাট হয়ে যায়। তবে আজও এই ঘটনাটি ক্রিকেটের নিন্দনীয় ঘটনাগুলির মধ্যে একটি হিসেবে ধরা হয়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *