“রান তাড়া করতে ভালোবাসি!” ম্যাচ জিতিয়ে অকপট শ্রেয়াস

“রান তাড়া করতে ভালোবাসি!” ম্যাচ জিতিয়ে অকপট শ্রেয়াস

দেবজিৎ মুখার্জি: পাঞ্জাব কিংসের দাপটে চলতি আইপিএল থেকে ছিটকে গেল মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। ৬ উইকেটে ম্যাচ নিজেদের নামে করতে সফল হয় শ্রেয়াস আইয়ার ও তাঁর বাহিনী। যদিও এই জয় খুব একটা সহজভাবে আসেনি দলের জন্য। শেষ দুটি ওভারে বেশ বেগ পেতে হয় তাদের। তবে এদিন এক বড়সড় টার্গেট তাড়া করতে গিয়ে যেভাবে রিকি পন্টিংয়ের ছেলেরা ব্যাট করেছেন, তা মন জয় করেছে সকলের। অনেকে এমনটাও মনে করছেন যে এবারে হয়তো পাঞ্জাব ট্রফি নিয়ে যেতে পারে। সবমিলিয়ে, চারিদিকে চলছে প্রীতি জিন্টার দলের গুণগান। 

তবে এদিন সবচেয়ে বেশি স্টেডিয়ামে উপস্থিত দর্শক সহ সকল ক্রিকেটপ্রেমির দৃষ্টি আকর্ষণ করেছেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ব্যাটিং। তিনি করেন ৪১ বলে ৭২, যার মধ্যে রয়েছে পাঁচটি চার এবং চারটি ছয়। অর্থাৎ মোট ৪৪ রান আসে বাউন্ডারি ওভার-বাউন্ডারির মাধ্যমে। যেভাবে তিনি সিএসকের বোলারদের আক্রমণ করছিলেন, তাঁকে দেখেই মনে হচ্ছিলনা যে পাঞ্জাব এক বড় রান তাড়া করছে বা তিনি কোনরকম চাপে রয়েছেন। শ্রেয়াসের এমন ব্যাটিং প্রশংসা কুড়িয়েছে প্রাক্তন ক্রিকেট তারকাদেরও। অনেকে আবার এটাও মনে করছেন যে দীর্ঘদিন পর শ্রেয়াসকে একবার ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে সুযোগ দেওয়া যেতেই পারে।

তবে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রেয়াস অকপটে স্বীকার করেন যে যেকোন মাঠেই তিনি রান তাড়া করতে ভালোবাসেন। পাঞ্জাব অধিনায়কের বক্তব্য, “যেকোন মাঠেই আমি রান তাড়া করতে ভালোবাসি এবং আমি মনে করি যে আমি থ্রাইভ করি যখন স্কোরবোর্ডে বড় টোটাল থাকে। আপনাকে দায়িত্ব নিতে হয় অন্যান্য ব্যাটারদের জন্য মোমেন্টাম তৈরি করার। যখন আমি দেখি যে টার্গেট বিশাল, তখন ঘরের হোক কি বাইরের মাঠ, আমি একই অ্যাপ্রোচে খেলি। আমি জানি যে যদি আমি টিকে থাকি, তাহলে যেকোনো টার্গেট আমি তাড়া করে নেবো। যখন আমি ব্যাট করতে নামি, তখন আমায় কটা বল খেলতে হয় পিচ কেমন বোঝার জন্য। আমি দশটা বল খেলার পরই ঠিক করে ফেলি যে এবার বোলারদের আক্রমণ করতে হবে।”

উল্লেখ্য, এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার চার বল আগেই ১৯০ রানে অলআউট হয়ে যায় চেন্নাই। স্যাম কারান করেন ৮৮ এবং ডেওয়াল্ড ব্রেভিস করেন ৩২। চারটি উইকেট তোলেন চাহাল। অন্যদিকে, টার্গেট চেজ করতে নেমে দুই বল বাকি থাকতে ফিনিশ লাইন পার করে পাঞ্জাব। চার উইকেটে ম্যাচ জেতে তারা। শ্রেয়াস আইয়ার করেন ৭২ এবং প্রাভসিমরান সিং করেন ৫৪। ম্যাচের সেরা হন শ্রেয়াস আইয়ার।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *