রোনাল্ডোর ক্লাবের চেয়েও এগিয়ে মোহনবাগান! কিভাবে?

রোনাল্ডোর ক্লাবের চেয়েও এগিয়ে মোহনবাগান! কিভাবে?

দেবজিৎ মুখার্জি, কলকাতা: যখন কথা ওঠে বাঙালি ও ফুটবলের, তখন সবার আগেই উঠে আসে দুটি নাম। সেগুলি দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল। দুই পক্ষের ম্যাচ হওয়া মানেই পাড়ায় পাড়ায় টিভিতে খেলা দেখতে ভীর হওয়া। দুই ক্লাবই একে অপরকে বিন্দুমাত্র জমি ছাড়তে নারাজ। বলতে গেলে, ডার্বি ম্যাচের সঙ্গে ফুটবলপ্রেমীদের আবেগ এতটাই জড়িয়ে থাকে যে একেক সময়ে স্টেডিয়ামে ও রাস্তাঘাটে রীতিমতো হাতাহাতি পর্যন্ত হয়ে যায় সমর্থকদের মধ্যে। সমাজমাধ্যমগুলিতেও একই চিত্র দেখা যায়। তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন সমর্থকরা।

কিন্তু এই দুই দলের মধ্যে এখন সময়টা বেশ ভালো যাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্টের। চলতি আইএসএলে তারা সমর্থকদের উপহার দিয়েছে দুর্দান্ত ফুটবল। এবারও লিগ শিল্ড জয়ী হয়েছেন মোলিনার ছেলেরা। পরপর দুবার এই জয় পেয়ে ইতিহাস গড়ে ফেলেছে সবুজ-মেরুন শিবির। এই মুহূর্তে তাদের প্রধান লক্ষ্য আরো একবার আইএসএল ট্রফি নিজেদের ঝুলিতে তোলা। সেই কারণে এখন থেকেই ফুটবলাররা জোরদার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি, কোন স্ট্র্যাটেজিতে খেললে জয় পাওয়া যাবে, তা নিয়ে এখন থেকেই ভাবনা-চিন্তা শুরু হয়ে গিয়েছে।

তবে এরই মাঝে আরও একটি বড় সুখবর এলো সবুজ-মেরুন শিবিরে। কি সেই সুখবর? পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল আল-নাসেরকে ছাপিয়ে গিয়েছে মোহনবাগান। কিসের নিরিখে? স্টেডিয়ামে দর্শকদের সর্বোচ্চ গড় উপস্থিতি ও টিকিট বিক্রির ক্ষেত্রে রোনাল্ডোর ক্লাবের চেয়ে এগিয়ে তারা। এখানেই শেষ নয়, এই দুই বিষয়ে এশিয়ার প্রথম পাঁচটি ক্লাবেও রয়েছে শুভাশিস বসের দল। 

জানা গিয়েছে, এই ব্যাপারে ৪৩,৩৩৩ গড় উপস্থিতি নিয়ে শীর্ষে রয়েছে ইরানিয়ান ক্লাব পার্সেপোলিস এফসি। এরপর দুই নম্বরে রয়েছে উরাওয়া রেড ডায়মন্ডস, তৃতীয়তে চেংডু রংচেং এফসি, চতুর্থতে সাংহাই শেনহুয়া এফসি এবং পঞ্চমে মোহনবাগান। এই খবর জানাজানি হতেই প্রচন্ড খুশি হয়েছেন সমর্থকেরা। সকলেই ক্লাব থেকে শুরু করে ফুটবলার ও কোচকে অভিনন্দন জানিয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে।

উল্লেখ্য, ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লিগ শিল্ড জয়ী হয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। তারা সরাসরি খেলবে সেমিফাইনালে। ৩রা এপ্রিল তারা মাঠে নামবে। সবুজ-মেরুন বাহিনী যদি ফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচটি খেলা হবে তাদের হোম গ্রাউন্ডে। অর্থাৎ সল্টলেক স্টেডিয়ামে। এবার দেখার বিষয় যে সেমিফাইনালে তারা কেমন খেলা দেখায়। আবারো কি ফাইনাল খেলতে দেখা যাবে তাদের? তা জানা যাবে আর কিছুদিনের মধ্যেই।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *