নূরের ঘুর্নিতে শেষ মুম্বাই

নূরের ঘুর্নিতে শেষ মুম্বাই

দেবজিৎ মুখার্জি: আইপিএল ২০২৫ অভিযান জয় দিয়ে শুরু করলো মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। মরশুমে নিজেদের প্রথম ম্যাচে তারা পরাজিত করলো তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সকে। চার উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে তারা। যদিও এই জয় একেবারেই সহজ ছিলোনা হলুদ বাহিনীর কাছে। লক্ষ্যমাত্রা অল্প হলেও চেন্নাইয়ের ব্যাটারদের রান করতে বেশ বেগ পেতে হয়।

তবে এদিনের ম্যাচে দর্শকদের দৃষ্টি সবচেয়ে বেশি আকর্ষিত করেছে নুর আহমেদের স্পিন ম্যাজিক। বলা যায়, তাঁর দাপটে রীতিমতো হাবুডুবু খায় সূর্যকুমার যাদবরা। তিনি একাই ভেঙে দেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং অর্ডারের কোমর। চার ওভার বল করে তিনি দেন মাত্র ১৮ রান এবং পকেটে পড়েন চারটি উইকেট। তিনি হন ম্যাচের সেরা। যদিও এদিন বল হাতে খালিল আহমেদের বোলিংও ছিল দেখার মতো। তিনি তুলেছেন তিনটি উইকেট এবং নিজের চার ওভারের কোটায় দিয়েছেন ২৯ রান।

এদিনের ম্যাচ খেলা হয় চেন্নাইয়ের হোম গ্রাউন্ড এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। টসে জেতেন সিএসকে অধিনায়ক ঋতুরাজ গায়েকোয়াড় এবং প্রথমে ব্যাট করতে পাঠান সূর্যকুমার যাদবদের। তবে মুম্বাইয়ের শুরুটা একেবারেই ভালো হয়নি। পাওয়ারপ্লের মধ্যেই দলের তিন ব্যাটার ফিরে যান প্যাভেলিয়নে। এরপর একটি ছোট পার্টনারশিপ হলেও নূর আহমেদের স্পিনের কাছে মাথানত করতে হয় মুম্বাইয়ের বাকি ব্যাটারদের। তিলক বর্মার লড়াকু ৩১ এবং দীপক চাহারের শেষ মুহূর্তের ঝড়ের গতিতে ২৮ রানের ইনিংসের সুবাদে দেড়শ রানের গণ্ডি পেরোয়ে মুম্বাই। নির্ধারিত ২০ ওভারে তাঁরা ৯ উইকেট হারিয়ে শেষ করে ১৫৫ রানে। ইনিংস শেষে নুর আহমেদের মোট সংগ্রহ চারটি উইকেট। অন্যদিকে খালিল আহমেদের শিকার হন তিনজন।

প্রসঙ্গত, রান তাড়া করতে নেমে ভালো স্টার্ট দিলেও শেষ ওভার পর্যন্ত লড়তে হয় চেন্নাইকে। ফিনিশ লাইন ক্রস করতে গিয়ে তারা হারায় ৬টি উইকেট। অর্ধশতরান করেন নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র (৬৫) এবং দলের অধিনায়ক ঋতরাজ গায়েকোয়াড় (৫৩)। মুম্বাইয়ের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট তোলেন তরুণ ক্রিকেটার ভিগ্নেশ পুথুর এবং একটি করে উইকেট পান দীপক চাহার ও উইল জ্যাক্স। এবার দেখার বিষয় যে টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর জন্য পরবর্তী ম্যাচগুলিতে কোন ছকে খেলে মুম্বাই। চেন্নাই সুপার কিংসও বা কি করে সেটাও দেখার বিষয়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *