রাহুলের পর কি এবার পান্থ? ভাইরাল ভিডিও ঘিরে উঠছে প্রশ্ন

রাহুলের পর কি এবার পান্থ? ভাইরাল ভিডিও ঘিরে উঠছে প্রশ্ন

দেবজিৎ মুখার্জি: চলতি আইপিএলের শুরুতেই ধাক্কা খেলো ঋষভ পান্থ নেতৃত্বাধীন লখনৌ সুপার জায়েন্টস। যা হওয়ার কথা ছিলোনা ঠিক সেটাই ঘটে। হারা ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে দিল্লি ক্যাপিটালস। এক উইকেটে জয় পায় পান্থের প্রাক্তন দল। এক দুর্দান্ত ইনিংস আসে আশুতোষ শর্মার ব্যাট থেকে। পাশাপাশি, ঝড়ের গতিতে রান করে আশুতোষের কাজ সহজ করে দেন ট্রিষ্টান স্টাবস ও বিপ্রাজ নিগম। সবমিলিয়ে, লখনৌর যাবতীয় পরিকল্পনায় জল ঢেলে দেন দিল্লির তরুণ ক্রিকেটাররা।

তবে এদিনের ম্যাচে পরে ২০২৪এর আইপিএলের ছায়া। কি ঘটনা ঘটেছে? গত মরশুমে একটি ম্যাচ হারার পর এলএসজি মালিক সঞ্জীব গোয়েনকাকে দেখা যায় তৎকালীন অধিনায়ক কেএল রাহুলের সঙ্গে চরম রাগ নিয়ে কথা বলতে। সেই দৃশ্যটি চোখের নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে। এরপরই ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বহু প্রাক্তন তারকা এই ঘটনার তীব্র নিন্দা করেন। অনেকেই দাবি করেন যে খেলায় হার-জিত থাকতেই পারে এবং এমনটা করা কখনোই উচিত হয়নি। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছিলেন এলএসজি কর্তা।

এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ম্যাচ হারতেই সোজা গ্যালারি থেকে নামেন এবং কথা বলেন দলের বর্তমান অধিনায়ক ঋষভ পান্থের সঙ্গে। তবে গতবার যে রাগ নিয়ে কথা বলতে দেখা গিয়েছিল তাঁকে, এবার তা দেখা যায়নি। ঠান্ডা মাথাতেই কথা বলছিলেন পান্থের সঙ্গে। কিন্তু এবারও দৃশ্যটি দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমগুলিতে এবং আরো একবার ক্রিকেটপ্রেমীরা নামেন কমেন্ট বক্সে নিজেদের অবস্থান জানাতে। সকলেই এই ব্যাপারে নিজেদের মতামত জানিয়েছেন। যদিও দেখার বিষয় যে এক্ষেত্রে আসল ঘটনাটি কি।

উল্লেখ্য, গতকালের ম্যাচে লখনৌয়ের বিরুদ্ধে এক উইকেটে জয় পায় দিল্লি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে লখনৌ। আগ্রাসী ও মারকুটে ইনিংস খেলেন মিচেল মার্শ ও নিকোলাস পুরান। দিল্লির বোলারদের মধ্যে স্টার্ক নেন তিনটি এবং কুলদীপ যাদব তোলেন দুটি উইকেট। চেজ করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি দিল্লির। তবে শেষ ভালো যার সব ভালো তার। পরাজয়ের দোরগোড়া থেকে জয় পায় দিল্লি। সৌজন্যে আশুতোষ শর্মা বিধ্বংসী ৩১ বলে ৬৬ রানের ইনিংস। তাঁকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়। এবার দেখার বিষয় যে পরবর্তী ম্যাচগুলিতে কেমন পারফর্ম করে দু’পক্ষ।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *