শ্রেয়াসের প্রশংসায় পঞ্চমুখ প্রাভসিমরান

শ্রেয়াসের প্রশংসায় পঞ্চমুখ প্রাভসিমরান

দেবজিৎ মুখার্জি: চলতি আইপিএলে দাপট ধরে রেখেছে প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংস। এই মুহূর্তে তারা রয়েছে পয়েন্ট তালিকার চতুর্থ পজিশনে। গতকাল শ্রেয়াস আইয়ার ও তাঁর বাহিনী পরাজিত করেছে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসকে। ৪ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে তারা। সৌজন্যে চাহালের দুর্দান্ত বোলিং এবং শ্রেয়াস আইয়ার ও প্রাভসিমরান সিংয়ের আক্রমণত্বক ব্যাটিং। সবমিলিয়ে, এখন পাঞ্জাব হয়ে উঠেছে বহু দলের কাছে এক পোটেনশিয়াল থ্রেট।

তবে এদিনের ম্যাচের আসল নায়ক শ্রেয়াস আইয়ার হলেও প্রশংসা কুড়িয়েছে প্রাভসিমরান সিংয়ের ব্যাটিংও। তাঁর ব্যক্তিগত সংগ্রহ ৫৪, যার মধ্যে রয়েছে পাঁচটি চার এবং তিনটি ছয়। অর্থাৎ মোট ৩৮ রান এসেছে ছয় ও চারে। প্রতিটি ম্যাচের মতো এই ম্যাচেও তিনি শুরুটা বেশ ভালোভাবেই করেন প্রিয়াংশ আরিয়ার সঙ্গে। দুজনেই নেমে দ্রুত রান করা শুরু করেন। অবশেষে নুর আহমেদের বলে তিনি ফিরে যান প্যাভিলিয়নে। তবে যাওয়ার আগে কাজটা সহজ করে দিয়ে যান অন্যান্য ব্যাটারদের জন্য। 

ম্যাচ শেষে স্টার স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রাভসিমরান প্রশংসা করেন দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বের। তিনি দাবি করেন যে যখনই দলের কেউ কোনরকম সমস্যায় পড়েন, তখন শ্রেয়াস তাঁদের পরামর্শ দেন। এখানেই শেষ নয়, তিনি এটাও স্পষ্ট করেন যে অধিকাংশ ক্ষেত্রেই তাঁর সিদ্ধান্ত দলকে জয় এনে দিয়েছে। এছাড়াও প্রাভসিমরান সাক্ষাৎকারে আরো জানান যে শ্রেয়াস দলের ক্রিকেটারদের ব্যাক করেন এবং মোটিভেট করেন যখন তাঁদের দিন খারাপ যায়।

প্রাভসিমরান সিং বলেন, “শ্রেয়াস আইয়ার একজন অভিজ্ঞ ক্রিকেটার, যিনি অজস্র ডমেস্টিক ট্রফি জিতেছেন গতবারের আইপিএল মিলিয়ে। আইসিসি টুর্নামেন্টগুলিতে আমরা দেখেছি উনি কি করে দেখাতে পারেন। যখনই দলের কোনো ক্রিকেটার সমস্যায় থাকে বা কোন কিছু নিয়ে সন্দেহে থাকে, তখন উনি পরামর্শ দেন এবং অধিকাংশ ক্ষেত্রেই ওনার সিদ্ধান্ত দলকে জয় পাইয়ে দিয়েছে। উনি দলের ক্রিকেটারদের ব্যাক করেন এবং মোটিভেট করেন যখন কারোর দিনটা খারাপ যায়। যখন আপনার অধিনায়ক আপনাকে সমর্থন এবং মোটিভেট করবে, তখন তার পজিটিভ ফলাফলটা আপনি মাঠে দেখতে পাবেন।” এবার দেখার বিষয় যে পরবর্তী ম্যাচগুলিতে প্রাভসিমরান সিং কেমন পারফর্ম করেন। শ্রেয়াস আইয়াররা কি পারবেন প্লে-অফের টিকিট পাকা করতে? তা জানা যাবে আর কিছুদিনের মধ্যে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *