১৭ বছর পর বদলা নিলো বিরাটরা

১৭ বছর পর বদলা নিলো বিরাটরা

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ১৭ বছর পর নেওয়া হলো বদলা। ২০০৮ সালের সেই বিশ্রী পরাজয়ের দেওয়া হলো কড়া জবাব। কলকাতা নাইট রাইডার্সকে তাদের ঘরের মাঠে বড় ব্যবধানে পরাজিত করলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৭ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে তারা। সৌজন্যে বল হাতে ক্রুণাল পান্ডিয়ার দুর্দান্ত বোলিং এবং ব্যাট হাতে বিরাট কোহলি ও ফিল সল্টের মারকুটে ইনিংস। অল্প সময়ে কেমিও ইনিংসের জন্য সকলের প্রশংসা কুড়িয়েছেন দলের অধিনায়ক রজত পাতিদারও। সবমিলিয়ে, একেবারে দাপটের সঙ্গে ম্যাচ নিজেদের নামে করেছে অতিথিরা।

শনিবার, ২২শে মার্চ, ইডেন গার্ডেন্সে খেলা হয় আইপিএল ২০২৫এর প্রথম ম্যাচ। নিজেদের ঘরের মাঠে কেকেআর মুখোমুখি হয় আরসিবির। ম্যাচ শুরুর আগে হয় একটি দুর্দান্ত উদ্বোধনী অনুষ্ঠান। দর্শকদের সামনে পারফর্ম করেন বলি তারকারা। বিশেষ করে নাইট মালিক, কথা বলিউডের জনপ্রিয় অভিনেতা, শাহরুখ খানের বক্তব্য শুনে আনন্দে ফেটে পড়েন মাঠে উপস্থিত সকল দর্শক। বলা যায়, এক জমকালো অনুষ্ঠানের সাক্ষী হয় গোটা ইডেন গার্ডেন্স।

এদিন ম্যাচ শুরুর প্রায় ৩০ মিনিট আগে হয় টস। তাতে জয় পান আরসিবি অধিনায়ক রজত পাতিদার এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তবে শুরুটা একেবারেই ভালো হয়নি কলকাতার। প্রথম ওভারেই জশ হেজেলউডের বলে আউট হন কুইন্টন ডি কক। তবে এরপর একটি বড় পার্টনারশিপ গড়েন সুনীল নারিন ও দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে। নারিন আউট হন ৪৪ রানে এবং রাহানে প্যাভিলিয়নে ফেরেন ৫৬ করে। ১০ ওভার শেষ হওয়ার পর কেউই তেমন প্রভাবশালী ইনিংস খেলতে পারেননি অংক্রিশ রঘুবংশি ছাড়া। তিনি করেন ৩০। অবশেষে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান করে কলকাতা। বেঙ্গালুরুর বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান ক্রুণাল পান্ডিয়া।

জবাবে রান তাড়া করতে নেমে এক অসাধারণ শুরু বেঙ্গালুরু। বাউন্ডারি পর বাউন্ডারি হাকাতে থাকেন দলের দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। দ্রুত অর্ধশতরান করেন সল্ট। ৫৬ রানে তিনি ফিরে যান প্যাভিলিয়নে। যদিও এরপর অল্প রানেই আউট হন দেবদত্ত পাদিক্কাল। মাঝে বিরাট কোহলি আইপিএলে নিজের ৫৬তম অর্ধশতরানটি করেন। এরপর ঝড়ের গতিতে রান করেন রজত পাতিদার। ১৬ বলে তিনি করেন ৩৪। তবে শেষ পর্যন্ত তিনি দলকে ফিনিশ লাইন পার করাতে পারেননি। লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে আসে উইনিং স্ট্রোক। এই জয়ের সুবাদে টুর্নামেন্টে খাতা খুলে নেয় আরসিবি। ম্যাচের সেরা ঘোষণা করা হয় ক্রূণাল পান্ডিয়াকে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *