নিউজ ডেস্ক: “আমি তৈরি” সদ্য নির্বাচিত হওয়া ব্রাজিলিয়ান ফুটবল দলের কোচ কার্লো আন্সেলোত্তির সহকারী হতে পারা প্রসঙ্গে এমনটাই দাবি করলেন দলের কিংবদন্তি ফুটবলার কাকা। এই বিষয়ে প্রাক্তন সাম্বা তারকা আরো জানান যে তিনি যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং ২০১৭ সালে ফুটবল ছাড়ার পর থেকেই তৈরি হচ্ছিলেন। অবশেষে তিনি এটা স্পষ্ট করে দেন যে দল তাঁকে সুযোগ দেয় সেবা করার, তাহলে তিনি সেই দায়িত্ব পালন করতে তৈরি।
সেই ২০০২ সাল, শেষবারের মতো আন্তর্জাতিক ফুটবলের সেরা খেতাব নিজেদের ঝুলিতে তুলেছিল ব্রাজিল। সেই বিশ্বকাপের ফাইনালে সাম্বা বাহিনী পরাজিত করেছিল শক্তিশালী জার্মানিকে। কিন্তু এরপর তাদের কপালে আর ট্রফি জোটেনি। প্রতিটা বিশ্বকাপের প্লে অফ খেললেও খেতাব নিজেদের নামে করতে সফল হয়নি তারা এবং এর জেরে প্রতিবারই তাদের পড়তে হয় সমালোচনার মুখে। দলের সমর্থকরাও হতাশার শিকার হন প্রতিবার। সবমিলিয়ে, দুই দশকের বেশি সময় ধরে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ব্রাজিল।
এখনো দলের সেই দুরবস্থা অব্যাহত। আগামী বছর, ওরফে ২০২৬ সালে ফিফা বিশ্বকাপ। এবারের আয়োজনার দায়িত্বে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। নিয়ম অনুযায়ী ফুটবলের এই সম্মানজনক টুর্নামেন্ট খেলতে হলে প্রতিটা দলকেই যোগ্যতা অর্জন করতে হয়। সেই অনুযায়ী যোগ্যতা অর্জন পর্ব খেলছে ব্রাজিলও। কিন্তু দলের অবস্থা খুব একটা ভালো নয়। বিস্তারিতভাবে বলতে গেলে চিন্তায় রয়েছেন সমর্থকেরা। এমন পরিস্থিতিতে দলকে কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয় কার্লো আন্সেলোত্তির রূপে এক বিদেশীর কাঁধে। আসন্ন ২৬সে মে থেকেই তিনি নিজের কাজ শুরু করবেন। তবে দলকে দাঁড় করানোর সময় অত্যন্ত কম তাঁর হাতে। সুতরাং এক বড় চ্যালেঞ্জের মুখে তিনি।
এই দুর্দিনে তিনি সঙ্গ পেতে পারেন তাঁর প্রাক্তন শিষ্য, তথা কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার, কাকার। তিনি সহকারী কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন। আন্সেলোত্তির কোচিংয়ে কাকা খেলেছেন এসি মিলানে। এবার ফের দুজনের এক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রসঙ্গে প্রাক্তন সাম্বা তারকা বলেন, “আমি কোনভাবে সাহায্য করতে পারি, দল যদি এটা মনে করে তাহলে আমি তৈরি আছি। ২০১৭ সালে আমি খেলা ছেড়েছিলাম এবং তারপর থেকে নিজেকে তৈরি করছি। স্পোর্ট বিজনেস কোর্স করেছি হার্ভার্ডে এবং দেশের কোচিং কোর্স করেছি। যদি আমার দেশের ফুটবলকে আমি সেবা করার সুযোগ পাই তাহলে আমি প্রস্তুত।” এবার দেখার বিষয় শেষ পর্যন্ত এই দায়িত্ব পান কিনা কাকা। যদিও বা পান, কোন পরিবর্তন আসবে কি ব্রাজিলিয়ান ফুটবলে? কি হবে অবশেষ? তা বলবে সময়।