দেবজিৎ মুখার্জি: রবিবার দিনটা যেন ছিল ভারতীয় ক্রিকেটের দুই নক্ষত্র বিরাট কোহলি ও রোহিত শর্মার। এদিন দুজনেরই ব্যাট থেকে আসে রান। শুধু তাই নয়, দুজনই এদিন পান ম্যাচের সেরা পুরস্কার, যা দেখে রীতিমতো খুশিতে মেতে ওঠেন দুজনের ভক্ত থেকে শুরু করে দেশের সকল ক্রিকেটপ্রেমী। দুজনেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজেদের ইনিংস বক্তব্য রাখেন এবং জানান ঠিক কিভাবে ইনিংস আগে এগিয়ে নিয়ে গেছিলেন তাঁরা।
প্রথম ম্যাচে আরসিবি মুখোমুখি হয় পাঞ্জাবের এবং নিতে সফল হয় গত পরাজয়ের বদলা। এদিন শ্রেয়াস আইয়ারদের রজত পতিদাররা পরাজিত করেন ৭ উইকেটে। প্রথমে ব্যাট করে বেঙ্গালুরুর বোলারদের দাপটের সামনে বেশি রান করতে পারেনি পাঞ্জাব। ২০ ওভার শেষে তাদের রান দাড়ায় ১৫৭। জবাবের রান তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও পরে তার সামলে নিতে সফল হয় আরসিবি। বিরাট কোহলি ও দেবদত্ত পাদিক্কালের অর্ধশতরানের ইনিংস দলকে ম্যাচ জিততে সাহায্য করে। সর্বোচ্চ ৭৩ রান করেন বিরাট এবং পাদিক্কালের ব্যক্তিগত সংগ্রহ ৬১। কিং কোহলি হন ম্যাচের সেরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিরাট নিজের ইনিংস প্রসঙ্গে বক্তব্য রাখেন। তিনি বলেন, “ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে। দুই পয়েন্ট অনেক সময় চিত্র পাল্টে দিতে পারে টুর্নামেন্টের। আজকের ম্যাচে আমি আরো বেশি করে এক্সেলারেট করতে চাইছিলাম। আমার মতে আজকের ম্যাচের সেরা হওয়ার যোগ্য দেব কারণ ওই আজ পুরো পরিস্থিতি পাল্টে দেয়। আমার লক্ষ্য ছিল একটা দিক ধরে খেলা এবং এক্সেলারেট করা।”
অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দী চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পায় মুম্বাই ইন্ডিয়ান্স। ৯ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে তারা। প্রথমে ব্যাট করে শিবম দুবে ও রবীন্দ্র জাদেজার অর্ধশতরানের উপর ভর করে ২০ ওভার শেষে পাঁচ উইকেটে ১৭৬ রান করে চেন্নাই। তবে রান তাড়া করতে একেবারেই বেগ পেতে হয়নি মুম্বাইকে। রায়ান রিকেল্টন আগে আউট হয়ে গেলেও রোহিত শর্মা সূর্যকুমার যাদবকে নিয়ে সহজেই ম্যাচ জেতান। ৯ উইকেটে জয় পায় তারা। হিটম্যান হন ম্যাচের সেরা।
রোহিতও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের ইনিংস প্রসঙ্গে অবস্থান জানান। তিনি বলেন, “বেশ ভালই লাগছিল যখন সিএসকে জার্সিতে অনেকেই আমায় সমর্থন করছিল। আসলে এরা হচ্ছে সেই ভক্ত যারা ক্রিকেটকে ভালোবাসে। আমার কাছে আজকের ম্যাচে বিষয়টা ছিল সহজ জিনিসগুলো করা এবং মাইন্ডসেট পরিষ্কার রাখা। আমার লক্ষ্য ছিল নিজের শেপ ধরে রাখা এবং আমার এরিয়াতে বল এলেই যে কাজটা আমার করা উচিত, সেটা করে দেখানো।”