নিউজ ডেস্ক: “কোচের পদ থেকে সরতে রাজি” ইউরোপা লীগ ফাইনালে টটেনহ্যামের কাছে পরাজয়ের পর স্পষ্ট জানিয়ে দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হেড কোচ রুবেন অ্যামোরিম। রেড ডেভিলস কোচের বক্তব্য, যদি ক্লাব এবং সমর্থকেরা মনে করেন যে তিনি যোগ্য নন এই পদের জন্য, তাহলে তিনি ছাড়তে রাজি। তবে রুবেন এটাও স্পষ্ট জানিয়ে দেন যে তিনি হাল ছাড়তে নারাজ এবং নিজের কাজে আত্মবিশ্বাসী। তবে তাঁকে এই দায়িত্বের জন্য যোগ্য বলে মনে করছেন দলের দুই তারকা ফুটবলার লুক শ এবং ব্রুনো ফার্নান্দেজ।
বর্তমান সময়টা একেবারেই ভালো যাচ্ছেনা ম্যানচেস্টার ইউনাইটেডের। এমনিতেই ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের অবস্থা বেশ শোচনীয়। চারিদিকে সমালোচনা চলছে দলের পারফরমেন্স নিয়ে। তবে আশা ছিল ইউরোপা লিগ জিতে নিন্দুকদের মুখ বন্ধ করবেন। কিন্তু শেষ পর্যন্ত তা হলোনা। আক্রমণাত্মক ফুটবল খেলা সত্বেও তা এলোনা কাজে। ফাইনালে তারা পরাজিত হলো টটেনহ্যাম হটস্পারের কাছে। ম্যাচের ফলাফল ০-১। গোটা ম্যাচজুড়ে দাপট দেখিয়েছিল রেড ডেভিলসরাই। কিন্তু হাজার চেষ্টা করা সত্ত্বেও তারা ভেদ করতে পারেনি টটেনহ্যামের রক্ষণভাগকে এবং হতাশা নিয়ে স্টেডিয়াম ছাড়তে হয় তাদের।
এরপরই ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার রুবেন অ্যামোরিম জানিয়ে দেন যে প্রয়োজন হলে তিনি এই পদ থেকে সরে দাঁড়াবেন। প্রাক্তন পর্তুগিজ ফুটবলার জানিয়ে দেন যে সকলে চাইলে ইস্তফা দিয়ে দেবেন, কিন্তু নিজের কাজ নিয়ে তিনি আত্মবিশ্বাসী। এখানেই শেষ নয়, তিনি এটাও বুঝিয়ে দেন যে যেভাবে তিনি দলকে প্রশিক্ষণ দেওয়া সঠিক বলে মনে করবেন, সেখান থেকে তিনি সরে আসবেন না। বলতে গেলে, অ্যামোরিম বুঝিয়ে দেন যে হাজার ব্যর্থতা সত্বেও তিনি হার মানতে নারাজ।
অ্যামোরিম বলেন, “যদি বোর্ড ও সমর্থকরা মনে করেন যে আমি এই পদের যোগ্য নই, তাহলে কালকেই ছাড়তে রাজি। তবে আমি নিজে থেকে হার মানবোনা। নিজের কাজের উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। আমি যেভাবে বিশ্বাস করি, সেভাবেই নিজের কাজ করে যাব। আমি নিজেকে ডিফেন্ড করছিনা। আস্থা জিততে করতে চাই একটু।” তবে এমন কঠিন মুহূর্তে রুবেনের পাশে দাঁড়িয়েছেন দলের দুই তারকা ফুটবলার লুক শ এবং ব্রুনো ফার্নান্দেজ। লুক বলেন, “উনি সঠিক এই পদের জন্য। ফলাফল আমাদের পক্ষে যায়নি। তবে উনি দলকে ঠিক জায়গায় নিয়ে যাবেন। হ্যাঁ পথটা একটু কঠিন।” অন্যদিকে ফার্নান্দেজ বলেন, “আমি মনে করি কোচ হিসেবে উনি সঠিক ব্যক্তি। এটা ঠিক যে জয় দিয়েই ম্যানেজারের সাফল্য বিচার করা হয়। তবে ক্লাবের পরিবেশ ভালো রাখতে হলে আমাদের আরো লড়াই করতে হবে। কিন্তু আমার মতে উনি সঠিক কোচ হিসেবে।”