দেবজিৎ মুখার্জি: “সবচেয়ে ভয়ংকর বিরাট” এক সাক্ষাৎকারে, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে, কিং কোহলি প্রসঙ্গে এমনটাই দাবি করলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা পেসার জেমস অ্যান্ডারসন। জিমির মতে বিরাট কোহলি এমন একজন ক্রিকেটার যার বিরুদ্ধে তাঁর খেলতে ভালো লাগে। এখানেই শেষ নয়, তিনি আরো দাবি করেন যে বিরাট নিজের ক্ষমতায় এমন সাফল্যে পৌঁছেছেন। তবে যখন ‘গড অফ ক্রিকেট’ শচীন তেন্ডুলকরের সঙ্গে তুলনার কথা ওঠে, তখন জিমি জানান যে শচীন বিরাটের চেয়ে এগিয়ে।
রোহিত শর্মার অবসর নেওয়ার পাঁচদিন পরই লাল-বল ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন দলের আরেক তারকা বিরাট কোহলি। নিজের ইনস্টাগ্রাম থেকে এই ঘোষণাটি করেন তিনি। এরপরই একপ্রকার শোকের ছায়া নেমে আসে গোটা ক্রিকেটমহলে। বিরাটের ভক্ত থেকে শুরু করে দেশের অন্যান্য ক্রিকেটপ্রেমীরা, প্রায় সকলেই দাবি করেছেন যে এত হঠকারিতায় সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি কিং কোহলির। একই মত বহু প্রাক্তন ক্রিকেট তারকারও। তাঁদের বক্তব্য, টেস্ট ক্রিকেটকে এখনো অনেককিছু দেওয়ার মতো ছিল বিরাট কোহলির। সবমিলিয়ে, কোহলির এই অবসরের সিদ্ধান্ত মন ভেঙেছে অনেকের।
আইপিএল শেষ হলেই ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার আগে বিরাট কোহলির তাঁর লাল-বল ক্রিকেট কেরিয়ারে দাগ টানা নিয়ে মুখ খুললেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার, তথা পেস বোলার, জেমস অ্যান্ডারসন। টক স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে নিজের বক্তব্য রাখেন এবং সেদিনের কথাগুলি তুলে ধরেন। তিনি বোঝান ঠিক কেন বিরাট সকলের চেয়ে এগিয়ে। এছাড়া আরো প্রশংসা করে জানান যে কিভাবে নিজের ক্ষমতায় এই জায়গায় এসে পৌঁছেছেন কিং কোহলি। বলতে গেলে, বিরাটের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ইংলিশ তারকা।
জিমি বলেন, “আমি মনে করি বিরাট কোহলি নিঃসন্দেহে সবচেয়ে ভয়ংকর প্রতিদ্বন্দ্বী। আমাদের দুজনের লড়াই সর্বদাই ভালো হয়েছে। ও এমনই একজন ক্রিকেটার যার বিরুদ্ধে খেলতে ভালো লাগে। নিজের ক্ষমতায় ও এই জায়গায় এসে পৌঁছেছে। ও নিঃসন্দেহে একজন দুর্দান্ত টেস্ট ক্রিকেটার।” এরপরই শচীন ও বিরাটের তুলনা সংক্রান্ত প্রশ্ন করা হয় প্রাক্তন ইংলিশ তারকাকে। যদিও সেই প্রশ্নের উত্তর দিতে একেবারেই দেরি করেননি জিমি। বিরাটের থেকে এগিয়ে রাখলেন মাস্টার ব্লাস্টারকে। তিনি বলেন, “শচীন টেন্ডুলকরের থেকে একটি ধাপ নিচে থাকবে বিরাট কোহলি।”