দেবজিৎ মুখার্জি: “চিন্তার কিছু নেই” বিরাট কোহলি ও রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসর প্রসঙ্গে এবার বড় মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা সঞ্জয় মাঞ্জেরেকার। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য দাবি করেন যে অল্প সময় হয়তো লাগবে, তবে টিম ইন্ডিয়া ফের এই ফরম্যাটে এক নম্বর হয়ে উঠবে এবং শাসন করবে। এখানেই শেষ নয়, প্রাক্তন তারকা এটাও বোঝান যে শচীন-সৌরভ-দ্রাবিড়ের অবসরের পর কিভাবে দল ঘুরে দাঁড়িয়েছিল এবং ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাটে দাপট দেখিয়েছিল।
আইপিএল শেষ হলেই ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের মাঠে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। তবে তার আগেই বড় ধাক্কা খায় বোর্ড, দলের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসর নেওয়ার সিদ্ধান্তে। স্বাভাবিকভাবেই দলগঠন নিয়ে একটা চাপ তো রয়েছেই, তার উপর আরো বড় চাপ হয়ে দাঁড়িয়েছে নেতৃত্বের বিষয়। কাকে দেওয়া হতে পারে সেই দায়িত্ব? এই নিয়ে বর্তমানে চিন্তাভাবনা করছে বোর্ড। পাশাপাশি, চিন্তার ছায়া নেমে পড়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের উপরও। সকলেরই মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে যে কিভাবে এই পরিস্থিতি সামলানো হবে।
তবে এই পরিস্থিতিকে একেবারেই চিন্তাজনক বলে মনে করছেন না সঞ্জয় মাঞ্জেরেকার। বরং তাঁর মতে আরো নতুন প্রতিভা উঠে আসবে। পাশাপাশি, বোলিং ইউনিটও শক্তিশালী হবে। বলতে গেলে, তিনি এটিকে পজিটিভ নজরেই দেখছেন। প্রাক্তন তারকা বলেন, “ভারতের ক্রিকেটপ্রেমীরা এই ব্যাপার একটু চিন্তিত। কিন্তু এর আগে যখন সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলী রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষণ যখন প্রায় একইসঙ্গে অবসর নিয়েছিল, তখন দলের অবস্থা কি হয়েছিল কারুর মনে আছে? টিম ইন্ডিয়া বিশ্বের এক নম্বর টেস্ট দল হয়ে উঠেছিল কটা বছর পর।”
মাঞ্জেরেকার আরো বলেন, “যদি আমরা ভবিষ্যতের প্রতিভাগুলিকে খুঁজে বের করতে পারি, তাহলে এই অভাবগুলি কাটিয়ে ওঠা যাবে। এটা ঠিক যে সামান্য সময় লাগবে। তবে চিন্তার কোন ব্যাপার নয়। ফ্যাব ফোর অবসর নেওয়ার পর কিন্তু আমাদের বোলিং ডিপার্টমেন্ট বেশ উন্নতি করেছে। এবারও সেটাই হতে পারে। কারণ নতুন প্রতিভার বোলাররা উঠে আসবে এবং ফের টিম ইন্ডিয়া টেস্ট ক্রিকেটে এভাবেই শাসন চালাবে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কিভাবে পরিস্থিতি সামাল দেন দলের তরুণ ব্রিগেড। রোহিত-বিরাটের অবর্তমানে ইংল্যান্ডের মাটিতে কেমন ফল করবে দল? তা বলবে সময়।