দেবজিৎ মুখার্জি: চলতি আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর দলকে বড় মেসেজ দিলেন লখনৌ সুপার জায়েন্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। সমাজমাধ্যম থেকে তিনি দলের উদ্দেশ্যে একটি পোস্ট করেন এবং তাতে তিনি জানিয়েছেন যে এই ব্যর্থতা ভুলে তিনি এগিয়ে যেতে চান। এখানেই শেষ নয়, এলএসজি কর্তা এটাও জানেন যে এবারের আইপিএলে বেশ কয়েকটি দুর্দান্ত মুহূর্ত এসেছে যা তিনি মনে রাখেন। অবশেষে তিনি দলের ক্রিকেটারদের উদ্দেশ্যে বার্তা দেন এবং জানান যেন মরশুমের বাকি দুটি ম্যাচ তারা জয় দিয়ে শেষ করে।
এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার বিষয় আই পি এল থেকে এলএসজির বিদায়। নিজেদের ঘরের মাঠ একানা স্টেডিয়ামে তারা বড় ব্যবধানে পরাজিত হয় অরেঞ্জ আর্মি, ওরফে সানরাইজার্স হায়দ্রাবাদের হাতে। যদিও এই পরাজয়ের চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে স্কোরবোর্ডে বড় টোটাল তোলা সত্বেও জয় পেতে সফল হয়নি লখনউ। ৬ উইকেটে ম্যাচ নিজেদের পকেটে তোলেন প্যাট কামিন্স ও তাঁর বাহিনী। সৌজন্যে অভিষেক শর্মার দুর্দান্ত ব্যাটিং। যদিও আগ্রাসি ব্যাটিং আসে ঈশান কিশান ও হেনরিক ক্লাসেনের ব্যাট থেকেও।
এই পরাজয়ের পর অনেকেই মনে করেছিলেন যে গতবছরের রিপিট টেলিকাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কিসের রিপিট টেলিকাস্ট? গত আইপিএলে দল খারাপ পারফর্ম করে টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাওয়ার পর তৎকালীন অধিনায়ক কেএল রাহুল ধমক খেয়েছিলেন কর্তা সঞ্জীব গোয়েঙ্কার থেকে, যা রীতিমতো হইচই ফেলে দিয়েছিল চারিদিকে। শুধু হইচই নয়, বহু ক্রিকেটপ্রেমী ও প্রাক্তন ক্রিকেট তারকা এই ঘটনার তীব্র নিন্দা করেছিলেন এবং দাবি করেছিলেন যে সঞ্জীব গোয়েঙ্কার এমন ব্যবহার করা কখনোই উচিত হয়নি। এবার ঋষভ পান্থের সঙ্গেও এমনটা ঘটবেন বলে মনে করেছিলেন অনেকে।
কিন্তু এবার তেমনটা হয়নি। প্লে-অফে কোয়ালিফাই না করা সত্ত্বেও সঞ্জীব গোয়েনকা ধমকে শিকার হননি ঋষভ পান্থ সহ দলের অন্যান্য ক্রিকেটাররা। হায়দ্রাবাদের বিরুদ্ধে পরাজয়ের পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি ছবি পোস্ট করেন তিনি যেখানে দেখা যাচ্ছে তিনি হাসাহাসি করছেন পান্থের সঙ্গে এবং এর সাথে লেখা, “বহু চ্যালেঞ্জ ছিল মরশুমের দ্বিতীয়ার্ধে। তবে কিছু দুর্দান্ত মুহূর্ত পেয়েছি যা মনে লেগে থাকবে। তা নিয়েই এগিয়ে যেতে চাই। এখনো দুটো ম্যাচ বাকি আছে। চলো দারুণভাবে শেষ করি।” এরপরই কমেন্ট করতে শুরু করেন ক্রিকেটপ্রেমীরা। অনেকে দাবি করেন পোস্টে এমনটা লিখলেও গোপনে হয়তো ধমক খেয়েছেন ক্রিকেটাররা। আবার অনেকে এটাও দাবি করেন যে গতবারের ভুল থেকে শিক্ষা নিয়েছেন তিনি। তবে সবমিলিয়ে, এই পোস্ট দৃষ্টি আকর্ষণ করেছে অনেকের।